বাম ঊরুতে সিংহের ট্যাটু, ডান ঊরুতে ‘ছিয়াশির মহানায়ক’ ডিয়েগো ম্যারাডোনা এবং হাঁটুর নিচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজের ট্যাটুযুক্ত দুই পা এখন বেশ পরিচিত হয়ে উঠেছে ফুটবল মহলে। তবে এর জন্য কম কথাও শুনতে হচ্ছে না তাঁকে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছে ইতালির বিপক্ষে। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার হার ছাপিয়ে আলোচনায় রদ্রিগেজের ট্যাটু। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু রদ্রিগেজের পায়ে ম্যারাডোনার ট্যাটু থাকলেও নেই মেসির। তাঁর বদলে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ট্যাটু!
স্বাভাবিকভাবে খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। তবে মেসির পরিবর্তে রোনালদোর ট্যাটু ভালো লাগবে কেন! সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ধুয়ে’ দেওয়া হয় রদ্রিগেজকে। ২৫ বছর বয়সী এই তারকার পায়ে রোনালদোর ট্যাটু মেসির জন্য অপমানজনক মনে করেন আর্জেন্টাইনরা।
সমালোচনার মুখে অবশেষে তার ব্যাখ্যা দিয়েছেন রদ্রিগেজ। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, তাঁর এই ট্যাটুর অর্থ মেসিবিরোধী নয়। তিনি লিখেছেন, ‘আমি মেসিবিরোধী নই। আপনাদের কি আইডল বা পছন্দের কোনো খেলোয়াড় নেই? মেসি আমাদের জাতীয় দলের সেরা অধিনায়ক। তবে সত্য বলতে, অনুপ্রেরণার উৎস এবং আমার আইডল হলেন সিআর সেভেন (রোনালদো)। এর অর্থ এই নয় যে, আমি মেসিকে ঘৃণা করি।’
দীর্ঘ সময় ধরে ইউরোপের ফুটবল মাতিয়েছেন মেসি ও রোনালদো। সময়ের ব্যবধানে এই তারকারা এখন ভিন্ন ভিন্ন মহাদেশে। গত জুনে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর ছয় মাস আগে রোনালদো চুক্তি করেন সৌদি প্রো লিগর ক্লাব আল নাসরের সঙ্গে। এর আগে ২০০৯-১৮ পর্যন্ত লা লিগায় অনেকবার মুখোমুখি হয়েছেন গ্রহের এই দুই মহাতারকা। মেসি পিএসজিতে যাওয়ার আগে খেলতেন বার্সেলোনায় আর জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে।
বাম ঊরুতে সিংহের ট্যাটু, ডান ঊরুতে ‘ছিয়াশির মহানায়ক’ ডিয়েগো ম্যারাডোনা এবং হাঁটুর নিচে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্যাটু। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজের ট্যাটুযুক্ত দুই পা এখন বেশ পরিচিত হয়ে উঠেছে ফুটবল মহলে। তবে এর জন্য কম কথাও শুনতে হচ্ছে না তাঁকে।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হেরেছে ইতালির বিপক্ষে। তবে সেই ম্যাচে আর্জেন্টিনার হার ছাপিয়ে আলোচনায় রদ্রিগেজের ট্যাটু। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু রদ্রিগেজের পায়ে ম্যারাডোনার ট্যাটু থাকলেও নেই মেসির। তাঁর বদলে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ট্যাটু!
স্বাভাবিকভাবে খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকে। তবে মেসির পরিবর্তে রোনালদোর ট্যাটু ভালো লাগবে কেন! সামাজিক মাধ্যমে রীতিমতো ‘ধুয়ে’ দেওয়া হয় রদ্রিগেজকে। ২৫ বছর বয়সী এই তারকার পায়ে রোনালদোর ট্যাটু মেসির জন্য অপমানজনক মনে করেন আর্জেন্টাইনরা।
সমালোচনার মুখে অবশেষে তার ব্যাখ্যা দিয়েছেন রদ্রিগেজ। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, তাঁর এই ট্যাটুর অর্থ মেসিবিরোধী নয়। তিনি লিখেছেন, ‘আমি মেসিবিরোধী নই। আপনাদের কি আইডল বা পছন্দের কোনো খেলোয়াড় নেই? মেসি আমাদের জাতীয় দলের সেরা অধিনায়ক। তবে সত্য বলতে, অনুপ্রেরণার উৎস এবং আমার আইডল হলেন সিআর সেভেন (রোনালদো)। এর অর্থ এই নয় যে, আমি মেসিকে ঘৃণা করি।’
দীর্ঘ সময় ধরে ইউরোপের ফুটবল মাতিয়েছেন মেসি ও রোনালদো। সময়ের ব্যবধানে এই তারকারা এখন ভিন্ন ভিন্ন মহাদেশে। গত জুনে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এর ছয় মাস আগে রোনালদো চুক্তি করেন সৌদি প্রো লিগর ক্লাব আল নাসরের সঙ্গে। এর আগে ২০০৯-১৮ পর্যন্ত লা লিগায় অনেকবার মুখোমুখি হয়েছেন গ্রহের এই দুই মহাতারকা। মেসি পিএসজিতে যাওয়ার আগে খেলতেন বার্সেলোনায় আর জুভেন্টাসে যোগ দেওয়ার আগে রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদে।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে