Ajker Patrika

নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুনছেন রোনালদো

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩৫
নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুনছেন রোনালদো

দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোয় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু নিষিদ্ধ হয়েই পার পাননি, জরিমানাও গুনতে হয়েছে পর্তুগালের অধিনায়ককে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। বুধবার সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি রায়টা দিয়েছেন। 

রোনালদো যে নিষিদ্ধ হবেন, সেটা অবশ্য অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। গত রোববার আল শাবাবের বিপক্ষে অশ্লীল অঙ্গভঙ্গি করার পর থেকেই তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে ছিল। সেটারই শাস্তি হিসেবে আল নাসরের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী তারকা। আপিলের কোনো সুযোগ নেই বলেই আজ আল হাজমের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে। 
সর্বশেষ টানা ৪ ম্যাচে গোল করেছেন রোনালদো। মাঠে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে কেন জানি মেনে নিতে পারছেন না সৌদি আরবের দর্শক। দর্শকদের বাজে আচরণে তাই মেজাজ হারিয়ে ফেলছেন তিনি। আগেও একাধিকবার হারিয়েছেন। কিন্তু সর্বশেষবারেরটায় একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। 

আল শাবাবের বিপক্ষে ম্যাচে দর্শক ‘মেসি মেসি’ চিৎকার করলে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। সৌদির মতো মুসলিম দেশে যা খুবই দৃষ্টিকটু আচরণ। অবশ্য শুধু সৌদিতে নয়, বিশ্বের যেকোনো দেশের ক্ষেত্রেই রোনালদোর বাজে অঙ্গভঙ্গি শোভনীয় নয়। শাবাবের বিপক্ষে ৩–২ ব্যবধানর জয়ের ম্যাচে পেনাল্টিতে ক্লাব ক্যারিয়ারের ৭৫০তম গোল করার পর উদ্‌যাপন করছিলেন সিআর সেভেন। এ সময়ই ‘মেসি মেসি’ চিৎকার ওঠে গ্যালারিতে। সেটারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানের পেছনে হাত নিয়ে শুরুতে শোনার ভঙ্গি করেন। এরপর হাত দিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন। 


নিজের উদ্‌যাপনের ব্যাখ্যায় সৌদি ফুটবল ফেডারেশনের কমিটিকে অবশ্য রোনালদো জানিয়েছেন, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। ইউরোপীয় ফুটবলে এটা সাধারণ ব্যাপার। সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। নিজেদের প্রতিবেদনে এমনটিই জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আর–রিয়াদিয়া। জরিমানার প্রায় ৬ লাখ টাকা শাবাব পাবে। অভিযোগ প্রস্তুতকরণের খরচ বাবদ এই টাকা পাবে তারা। আর বাকি ৩ লাখ টাকা সৌদি ফুটবল ফেডারেশন পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত