ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক নতুন কোচ এনেও সাফল্য পাচ্ছে না। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগেও কাটছে বাজে সময়। লিগের তাদের বর্তমান অবস্থান ১১। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।
এপ্রিলের শুরুতে মাত্র সাত মাসের মাথায় গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার দ্বিতীয় মেয়াদে কেয়ারটেকার কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোচ হিসেবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অবশ্য স্টামফোর্ড ব্রিজের অভিজ্ঞতা অত ভালো নয়। প্রথম মেয়াদে তিনিও বরখাস্ত হয়েছিলেন। তবে দুর্দিনে খেলোয়াড় হিসেবে যেমন চেলসিকে টেনে তুলেছিলেন কোচ হিসেবে এবারও সেটি করতে পারছেন না ল্যাম্পার্ড। ব্লুজদের জয়ের ধারায় এখনো ফেরাতে পারেননি তিনি।
চুক্তি অনুযায়ী চলতি মৌসুম পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন ল্যাম্পার্ড। এরপর কে হবেন চেলসির কোচ? এরই মধ্যে সম্ভাব্য এই চাকরির প্রসঙ্গে আলোচনা চলছে ইংলিশ ফুটবলে। তার মধ্যে চেলসির স্থায়ী প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ভিনসেন্ট কোম্পানির নাম। সংক্ষিপ্ত তালিকায় আছেন টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোও।
সম্প্রতি বার্নলিকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়ে আলোচনা কোম্পানি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন এই বেলজিয়ান ডিফেন্ডার। অবসরের পর কোচিংয়ে নামা। সেখানেও সফল তিনি। ইংলিশ মিডিয়া জানিয়েছে, কোম্পানির দিকে চোখ চেলসির। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন পচেত্তিনো। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পর আর্জেন্টাইন কোচ এখন বেকার জীবনই কাটাচ্ছেন।
তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হুলিয়ান নাগেলসম্যানের নামও। চলতি মৌসুমের মাঝপথে এসে হুট করে বায়ার্ন মিউনিখের চাকরিটা হারান তিনি। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চেলসির সাবেক কোচ টমাস টুখেল। আর বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া জার্মান কোচ নাগেলসম্যান যদি স্টামফোর্ড ব্রিজে আসেন তবে মিটমাট তো হয়েই গেল। শুরুতে গুঞ্জন শোনা গেলেও এখন জানা গেছে, চেলসি কর্তৃপক্ষের রাডারে নেই তিনি।
অবশ্য সবকিছু নির্ভর করছে চেলসির দুই স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইন্সটানলির ওপর। তাঁরাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
সময়টা ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক নতুন কোচ এনেও সাফল্য পাচ্ছে না। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগেও কাটছে বাজে সময়। লিগের তাদের বর্তমান অবস্থান ১১। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে তাদের।
এপ্রিলের শুরুতে মাত্র সাত মাসের মাথায় গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার দ্বিতীয় মেয়াদে কেয়ারটেকার কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোচ হিসেবে সাবেক ইংলিশ মিডফিল্ডারের অবশ্য স্টামফোর্ড ব্রিজের অভিজ্ঞতা অত ভালো নয়। প্রথম মেয়াদে তিনিও বরখাস্ত হয়েছিলেন। তবে দুর্দিনে খেলোয়াড় হিসেবে যেমন চেলসিকে টেনে তুলেছিলেন কোচ হিসেবে এবারও সেটি করতে পারছেন না ল্যাম্পার্ড। ব্লুজদের জয়ের ধারায় এখনো ফেরাতে পারেননি তিনি।
চুক্তি অনুযায়ী চলতি মৌসুম পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন ল্যাম্পার্ড। এরপর কে হবেন চেলসির কোচ? এরই মধ্যে সম্ভাব্য এই চাকরির প্রসঙ্গে আলোচনা চলছে ইংলিশ ফুটবলে। তার মধ্যে চেলসির স্থায়ী প্রধান কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ভিনসেন্ট কোম্পানির নাম। সংক্ষিপ্ত তালিকায় আছেন টটেনহাম ও পিএসজির সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোও।
সম্প্রতি বার্নলিকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়ে আলোচনা কোম্পানি। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের অধিকাংশ সময় ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন এই বেলজিয়ান ডিফেন্ডার। অবসরের পর কোচিংয়ে নামা। সেখানেও সফল তিনি। ইংলিশ মিডিয়া জানিয়েছে, কোম্পানির দিকে চোখ চেলসির। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন পচেত্তিনো। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার পর আর্জেন্টাইন কোচ এখন বেকার জীবনই কাটাচ্ছেন।
তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না হুলিয়ান নাগেলসম্যানের নামও। চলতি মৌসুমের মাঝপথে এসে হুট করে বায়ার্ন মিউনিখের চাকরিটা হারান তিনি। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন চেলসির সাবেক কোচ টমাস টুখেল। আর বায়ার্ন থেকে বরখাস্ত হওয়া জার্মান কোচ নাগেলসম্যান যদি স্টামফোর্ড ব্রিজে আসেন তবে মিটমাট তো হয়েই গেল। শুরুতে গুঞ্জন শোনা গেলেও এখন জানা গেছে, চেলসি কর্তৃপক্ষের রাডারে নেই তিনি।
অবশ্য সবকিছু নির্ভর করছে চেলসির দুই স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইন্সটানলির ওপর। তাঁরাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে