ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির।
গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি।
একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’
শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে একপেশে দাপট দেখাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে একের পর এক শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ। তবে লিগে এত সাফল্যের পরও একটা আক্ষেপ রয়েই গেছে ম্যানসিটি সমর্থকদের। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি সিটির।
গার্দিওলার দারুণ সাফল্যও ইউরোপ শ্রেষ্ঠত্বের খেতাব জিততে না পারার আক্ষেপকে আড়াল করতে পারছে না। তবে গার্দিওলা নিজে অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা নিয়ে খুব বেশি ভাবিত নন। এই শিরোপা জেতাতে সিটি কর্তৃপক্ষ তাঁকে কোচ করে আনেননি বলে মন্তব্য করেছেন তিনি।
একাধিকবার চ্যাম্পিয়নস লিগ জেতার কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে গার্দিওলার সিটিকে। একবার হারতে হয়েছে ফাইনালে ওঠে। তবে এসব নিয়ে খুব একটা ভাবিত নন গার্দিওলা। সাবেক এই বার্সেলোনা কোচ বলেছেন, ‘মানুষ মনে করতে পারে আমি অজুহাত দিচ্ছি, তবে আমি এখানে চ্যাম্পিয়নস লিগ জিততে আসিনি। মালিকেরা আমাকে এটি জেতার কথা বলেনি। অবশ্যই তারা এটা চায়। আর আমি হচ্ছি প্রথমজন যে এটি জিততে চায়। তবে এমনটা আমি বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনায় চেয়েছিলাম। বার্সায় এই শিরোপা আমি দুইবার জিতেছি।’
শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, মৌসুমে সবগুলো শিরোপা জিততে উন্মুখ গার্দিওলা। তিনি আরও বলেছেন, ‘প্রতি বছর আমরা চারটি শিরোপায় জিততে চায়। আর আমি যদি ৩০ বছর ধরে কোচ থাকি, আমি প্রতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চাইব। তবে আমি যখন দুই বছর বার্সা এবং তিন বছর বায়ার্নে ব্যর্থ হয়েছি তখন নিজেকে ব্যর্থ অনুভব করিনি।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে