ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম লিভারপুলের কাছে ‘রোলার-কোস্টার জার্নির’ মতো। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই পারছে না ইংলিশ ক্লাবটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাই অল-রেডদের কাছে বিরাট চ্যালেঞ্জ। তবে লিভারপুল এই চ্যালেঞ্জ জিতবে বলে বিশ্বাস করেন দিয়েগো জোতা।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ছয় নম্বরে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৩৯। পাঁচ ও চার নম্বরে থাকা নিউক্যাসল ও টটেনহামের পয়েন্ট ৪১ ও ৪৫। নিউক্যাসল ও টটেনহাম খেলেছে ২৪ ও ২৬ ম্যাচ। পয়েন্ট ব্যবধান কম হলেও লিভারপুলের সেরা চারে থাকা নির্ভর করছে অনেক সমীকরণের ওপর।
সেখানে অ্যানফিল্ডে আজ লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। পয়েন্ট তালিকার তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচ খেলে পেয়েছে ৪৯ পয়েন্ট।
টানা ম্যাচ জিতে সেরা চারে ওঠা সম্ভব মনে করেন জোতা। ম্যান ইউর বিপক্ষে ম্যাচকে তাই পাখির চোখ করছেন লিভারপুলের এই লেফট উইঙ্গার। পর্তুগিজ এই ফুটবলার বলেন, ‘আমার বিশ্বাস সেরা চারে আমরা শেষ করতে পারব। টটেনহাম চতুর্থ কিন্তু আমাদের হাতে আরও ম্যাচ আছে। টানা ম্যাচ জিতে আমরা সেরা চারে উঠতে পারি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ। একই সঙ্গে তিন পয়েন্টও গুরুত্বপূর্ণ।’
চলতি মৌসুমে চোটে পড়ে অনেক ম্যাচ খেলতেই পারেননি জোতা। সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১৩ ম্যাচ। কোনো গোল না করলেও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম লিভারপুলের কাছে ‘রোলার-কোস্টার জার্নির’ মতো। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই পারছে না ইংলিশ ক্লাবটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাই অল-রেডদের কাছে বিরাট চ্যালেঞ্জ। তবে লিভারপুল এই চ্যালেঞ্জ জিতবে বলে বিশ্বাস করেন দিয়েগো জোতা।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ছয় নম্বরে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৩৯। পাঁচ ও চার নম্বরে থাকা নিউক্যাসল ও টটেনহামের পয়েন্ট ৪১ ও ৪৫। নিউক্যাসল ও টটেনহাম খেলেছে ২৪ ও ২৬ ম্যাচ। পয়েন্ট ব্যবধান কম হলেও লিভারপুলের সেরা চারে থাকা নির্ভর করছে অনেক সমীকরণের ওপর।
সেখানে অ্যানফিল্ডে আজ লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। পয়েন্ট তালিকার তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচ খেলে পেয়েছে ৪৯ পয়েন্ট।
টানা ম্যাচ জিতে সেরা চারে ওঠা সম্ভব মনে করেন জোতা। ম্যান ইউর বিপক্ষে ম্যাচকে তাই পাখির চোখ করছেন লিভারপুলের এই লেফট উইঙ্গার। পর্তুগিজ এই ফুটবলার বলেন, ‘আমার বিশ্বাস সেরা চারে আমরা শেষ করতে পারব। টটেনহাম চতুর্থ কিন্তু আমাদের হাতে আরও ম্যাচ আছে। টানা ম্যাচ জিতে আমরা সেরা চারে উঠতে পারি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ। একই সঙ্গে তিন পয়েন্টও গুরুত্বপূর্ণ।’
চলতি মৌসুমে চোটে পড়ে অনেক ম্যাচ খেলতেই পারেননি জোতা। সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১৩ ম্যাচ। কোনো গোল না করলেও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২৪ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২৮ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৫ ঘণ্টা আগে