রেকর্ড গড়াকে দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন মেসি। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
লা মেইনাওতে লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নেন মেসি। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১, ১০৩ ও ৮১ গোল।
মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় শিরোপা জেতে পিএসজি। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার করে শিরোপা জিতেছে মার্শেই ও সেঁত এতিয়েন।
২০২১ থেকে পিএসজিতে খেলছেন মেসি। ক্লাবটিতে প্রায় দুই বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৪ ম্যাচ। করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। পিএসজির জার্সিতে টানা দুটি লিগ ওয়ান জিতেছেন। ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
রেকর্ড গড়াকে দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন মেসি। গতকাল ক্রিস্টিয়ানো রোনালদোর এক রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
লা মেইনাওতে লিগ ওয়ানে গতকাল মুখোমুখি হয় স্ত্রাসবুর্গ-পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। ৪৯৬ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের নামে করে নেন মেসি। লা লিগায় ৪৭৪ গোল ও লিগ ওয়ানে ২২ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর গোল ৪৯৫। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আ তে করেছেন ৩১১, ১০৩ ও ৮১ গোল।
মেসির রেকর্ডের দিন রেকর্ড গড়েছে পিএসজিও। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় শিরোপা জেতে পিএসজি। লিগ ওয়ানে সর্বোচ্চ ১১ বার শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার করে শিরোপা জিতেছে মার্শেই ও সেঁত এতিয়েন।
২০২১ থেকে পিএসজিতে খেলছেন মেসি। ক্লাবটিতে প্রায় দুই বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৪ ম্যাচ। করেছেন ৩২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। পিএসজির জার্সিতে টানা দুটি লিগ ওয়ান জিতেছেন। ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৫ ঘণ্টা আগে