ফেবারিট স্পেনকে উড়িয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। তাও আবার দলের কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে ছাড়াই। সোনার লড়াইয়ে অবশ্য সেলেসাওরা পাচ্ছেন মেয়েদের ফুটবলের ‘পেলে’কে। সতীর্থরা কি পারবেন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়ানো মার্তাকে স্মরণীয় বিদায় দিতে?
মেয়েদের বিশ্বকাপজয়ী স্প্যানিশদের হারানোর পর সেই বার্তাই দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছিলেন, ‘এটা আমরা তাঁর (মার্তা) জন্য করেছি। আমরা তাঁকে সত্যি দারুণ এক বিদায় দিতে চাই।’ ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা মার্তার দারুণ বিদায়টা হবে যদি প্রথমবার অলিম্পিক সোনা জিততে পারে ব্রাজিল। নয়তো সারাজীবনের জন্য আক্ষেপ যে রয়েই যাবে ৩৮ বছর বয়সী তারকার। কিন্তু আজ রাত ৯টায় প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে কাজটা কি সহজ হবে সেলেসাওদের? প্রতিপক্ষ যে যুক্তরাষ্ট্র! যাদের হাতে উঠেছে রেকর্ড সমান চারবার করে বিশ্বকাপ ও অলিম্পিক সোনা।
এবারও যুক্তরাষ্ট্র পার্ক দে প্রিন্সেসের ফাইনালে উঠেছে মেয়েদের ফুটবলে আরেক সফল দল জার্মানিকে হারিয়ে। বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ ও গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ব্যর্থতা ঘোচাতে মরিয়া হয়ে সোনা জিততে চাইবেন এমা হেইসের দল। খুব বেশি দিন হয়নি এমিলি ফক্সদের দায়িত্ব নিয়েছেন তিনি। চেলসির ডাগআউট ছেড়ে যুক্তরাষ্ট্রে আসার তিন মাসের মাথায় সোনাজয়ের স্বপ্ন দেখছেন হেইস। শিষ্যরাও ৪৭ বছর বয়সী কোচকে পেয়ে উচ্ছ্বসিত। তাঁর মজাদার কথাবার্তা ও সেন্স অব হিউমার অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ড্রেসিংরুম চাঙা রাখছে বলে মনে করেন শিষ্যরা।
৮৫ দিন আগে চেলসির মেয়েদের টানা পঞ্চম সুপার লিগ জিতিয়েছেন হেইস। এবার নিজের সংগ্রহে আরেকটি পদক যোগ করতে ক্ষুধার্ত তিনি, ‘আমি জিততে পছন্দ করি, এটা আমার ডিএনএর অংশ। এমন একটি দলের সঙ্গে আছি, যারা জিততে পছন্দ করে। এবারও অবশ্যই আমাদের লক্ষ্য সোনা জেতা।’
এ বছর বুটজোড়া চিরতরে তুলে রাখবেন মার্তা। হয়তো অলিম্পিক ফাইনালই তাঁর শেষ ম্যাচ। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখায় কোয়ার্টার ও সেমিফাইনালে খেলা হয়নি রেকর্ড ছয় ফিফা বর্ষসেরা তারকার। তবে তাঁর ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘায়িত করেছেন সতীর্থরা। যার জন্য এত কিছু, সেই মার্তা কি পারবেন ফাইনালে জ্বলে উঠে ব্রাজিলকে প্রথমবার অলিম্পিকের সোনা জেতাতে? সেটি হলে প্রথম লাতিন দল হিসেবেও সোনা ঘরে তুলবেন তাঁরা। সঙ্গে নিতে পারবেন প্রতিশোধও। ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং—দুবারই গেমসের ফাইনালে ব্রাজিল হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে।
ফেবারিট স্পেনকে উড়িয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। তাও আবার দলের কিংবদন্তি ফরোয়ার্ড মার্তাকে ছাড়াই। সোনার লড়াইয়ে অবশ্য সেলেসাওরা পাচ্ছেন মেয়েদের ফুটবলের ‘পেলে’কে। সতীর্থরা কি পারবেন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়ানো মার্তাকে স্মরণীয় বিদায় দিতে?
মেয়েদের বিশ্বকাপজয়ী স্প্যানিশদের হারানোর পর সেই বার্তাই দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেছিলেন, ‘এটা আমরা তাঁর (মার্তা) জন্য করেছি। আমরা তাঁকে সত্যি দারুণ এক বিদায় দিতে চাই।’ ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা মার্তার দারুণ বিদায়টা হবে যদি প্রথমবার অলিম্পিক সোনা জিততে পারে ব্রাজিল। নয়তো সারাজীবনের জন্য আক্ষেপ যে রয়েই যাবে ৩৮ বছর বয়সী তারকার। কিন্তু আজ রাত ৯টায় প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে কাজটা কি সহজ হবে সেলেসাওদের? প্রতিপক্ষ যে যুক্তরাষ্ট্র! যাদের হাতে উঠেছে রেকর্ড সমান চারবার করে বিশ্বকাপ ও অলিম্পিক সোনা।
এবারও যুক্তরাষ্ট্র পার্ক দে প্রিন্সেসের ফাইনালে উঠেছে মেয়েদের ফুটবলে আরেক সফল দল জার্মানিকে হারিয়ে। বছর তিনেক আগে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ ও গত বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের ব্যর্থতা ঘোচাতে মরিয়া হয়ে সোনা জিততে চাইবেন এমা হেইসের দল। খুব বেশি দিন হয়নি এমিলি ফক্সদের দায়িত্ব নিয়েছেন তিনি। চেলসির ডাগআউট ছেড়ে যুক্তরাষ্ট্রে আসার তিন মাসের মাথায় সোনাজয়ের স্বপ্ন দেখছেন হেইস। শিষ্যরাও ৪৭ বছর বয়সী কোচকে পেয়ে উচ্ছ্বসিত। তাঁর মজাদার কথাবার্তা ও সেন্স অব হিউমার অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ড্রেসিংরুম চাঙা রাখছে বলে মনে করেন শিষ্যরা।
৮৫ দিন আগে চেলসির মেয়েদের টানা পঞ্চম সুপার লিগ জিতিয়েছেন হেইস। এবার নিজের সংগ্রহে আরেকটি পদক যোগ করতে ক্ষুধার্ত তিনি, ‘আমি জিততে পছন্দ করি, এটা আমার ডিএনএর অংশ। এমন একটি দলের সঙ্গে আছি, যারা জিততে পছন্দ করে। এবারও অবশ্যই আমাদের লক্ষ্য সোনা জেতা।’
এ বছর বুটজোড়া চিরতরে তুলে রাখবেন মার্তা। হয়তো অলিম্পিক ফাইনালই তাঁর শেষ ম্যাচ। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখায় কোয়ার্টার ও সেমিফাইনালে খেলা হয়নি রেকর্ড ছয় ফিফা বর্ষসেরা তারকার। তবে তাঁর ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘায়িত করেছেন সতীর্থরা। যার জন্য এত কিছু, সেই মার্তা কি পারবেন ফাইনালে জ্বলে উঠে ব্রাজিলকে প্রথমবার অলিম্পিকের সোনা জেতাতে? সেটি হলে প্রথম লাতিন দল হিসেবেও সোনা ঘরে তুলবেন তাঁরা। সঙ্গে নিতে পারবেন প্রতিশোধও। ২০০৪ অ্যাথেন্স ও ২০০৮ বেইজিং—দুবারই গেমসের ফাইনালে ব্রাজিল হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে