Ajker Patrika

রোনালদোর সতীর্থ হতে পারেন লেভানডফস্কি

আপডেট : ০১ জুন ২০২২, ১৫: ১৩
রোনালদোর সতীর্থ হতে পারেন লেভানডফস্কি

করোনার কশাঘাতে ভঙ্গুর হয়ে পড়েছে বার্সেলোনার অর্থনীতি। মহামারি ভাইরাসের সংক্রমণ কমলেও ক্ষতি কাটিয়ে উঠতে এখনো হিমশিম খাচ্ছে বার্সা। কাতালান ক্লাবটির এখনো ৫০০ মিলিয়ন ইউরোর মতো দায় রয়েছে।

ঠিক এ কারণে প্রবল ইচ্ছা সত্ত্বেও গত বছর লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। একই কারণে বায়ার্ন মিউনিখকে বিদায় বলে দেওয়া রবার্ট লেভানডফস্কিকেও কিনতে পারছে না তারা।

স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একাধিক পুরোনো খেলোয়াড়কে বিক্রি না করা পর্যন্ত নতুন কাউকে নিতে পারবে না বার্সা। বিষয়টি সম্পর্কে হোয়ান লাপোর্তার বোর্ড ভালোভাবেই অবগত।

লেভার বার্সায় যোগ দেওয়ার গুঞ্জনে তেবাসের পানি ঢেলে দেওয়া আর লা লিগার অর্থনৈতিক মারপ্যাঁচের খবরে নড়েচড়ে বসেছে ইংলিশ ক্লাবগুলো। পোলিশ ‘গোল মেশিনকে’ দলে পেতে এরই মধ্যে আদাজল খেয়ে নেমে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল। 

একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, ম্যানইউর সঙ্গে যোগাযোগের পথটা লেভা নিজেই খুলে দিয়েছেন। ৩৩ বছর বয়সী স্ট্রাইকারের এজেন্ট পিনি জাহাভির সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। শেষমেশ দুইয়ে-দুইয়ে চার মিললে আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে দেখা যাবে লেভাকে। 

রোনালদোরও দলবদলের গুঞ্জন থাকলেও নতুন কোচ এরিক টেন হাগ পর্তুগিজ ফরোয়ার্ডকে প্রাণভোমরা বানিয়েই একাদশ সাজানোর কথা জানিয়ে দিয়েছেন। ৩৭ বছর বয়সী মহাতারকার রেড ডেভিলদের ডেরায় আরেক মৌসুম থেকে যাওয়া এক রকম নিশ্চিত। 

গত বছর গ্রীষ্মকালীন দলবদলের অন্তিম মুহূর্তে চমক জাগিয়ে ম্যানইউতে ফেরেন রোনালদো। তিনি আসায় দলে ব্রাত্য হয়ে পড়েন এডিনসন কাভানি। ম্যানইউ ছেড়ে উরুগুয়ান তারকা এ মৌসুমে যোগ দিচ্ছেন নাপোলিতে। তাঁর শূন্যস্থান পূরণেই লেভাকে আনার কথা ভাবছে ম্যানইউ। 

কোচ টেন হাগ অবশ্য লেভার ব্যাপারে এখনই কিছু বলতে চান না। তবে একাধিক পুরোনো খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

লেভাকে পাওয়ার দৌড়ে নামা আরেক ইংলিশ ক্লাব চেলসি রোমেলু লুকাকুকে ছেড়ে দিতে পারে। বেলজিয়ান স্ট্রাইকার ফিরতে পারেন ইন্টার মিলানে। তাঁর জায়গায় ব্লুদের আক্রমণভাগে দেখা যেতে পারে লেভাকে। 

আর লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া সাদিও মানের বায়ার্ন মিউনিখে নাম লেখানোর জোর গুঞ্জন রয়েছে। মানে-লেভা দুজনেরই ক্লাবের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল। দুজনকে তাই চাইলেই বিনিময় করতে পারে লিভারপুল-বায়ার্ন। 

জল্পনার অবসান ঘটিয়ে লেভানডফস্কি কোথায় নিজের নতুন তাঁবু গাড়েন, উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত