Ajker Patrika

রোনালদো-হ্যাজার্ডের জার্সি এখন ভিনির 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

রিয়াল মাদ্রিদের ‘৭ নম্বর’ জার্সি একসময় ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এই জার্সি পরে পর্তুগিজ উইঙ্গার গড়েছেন অনেক রেকর্ড। রোনালদো ছাড়াও এই জার্সি পরেছেন অনেকেই। তাঁর আগে রিয়াল ৭ নম্বর জার্সি পরে খেলতেন রাউল গঞ্জালেস। সেই জার্সির উত্তরসূরী এখন ভিনিসিয়ুস জুনিয়র। 

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৩-২৪ মৌসুমের খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়েছে। দুই ব্রাজিলিয়ান উইঙ্গার  ভিনি ও রদ্রিগোর জার্সির নম্বরও পরিবর্তন হয়েছে। আগামী মৌসুমে ভিনি পড়বেন ৭ নম্বর জার্সি। ২০২০-২১ মৌসুমে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসার পর ২০ নম্বর জার্সি পড়ে আসছিলেন তিনি। অন্যদিকে নতুন মৌসুমে রদ্রিগো পড়বেন ১১ নম্বর জার্সি। ব্রাজিলের এই তরুণ ফুটবলার গত ৪ বছর ২১ নম্বর জার্সি পড়েছেন।

রোনালদো,রাউল ছাড়াও ৭ নম্বর জার্সি পড়েছেন হ্যাজার্ড। কদিন আগে মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন হ্যাজার্ড। তার পরিবর্তেই এখন ৭ নম্বর জার্সি পড়বেন ভিনি। গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিল তারকা খেলেছেন ৫৫ ম্যাচ। করেছেন ২৩ গোল ও ২১ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত