Ajker Patrika

রোনালদো-হ্যাজার্ডের জার্সি এখন ভিনির 

রোনালদো-হ্যাজার্ডের জার্সি এখন ভিনির 

রিয়াল মাদ্রিদের ‘৭ নম্বর’ জার্সি একসময় ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এই জার্সি পরে পর্তুগিজ উইঙ্গার গড়েছেন অনেক রেকর্ড। রোনালদো ছাড়াও এই জার্সি পরেছেন অনেকেই। তাঁর আগে রিয়াল ৭ নম্বর জার্সি পরে খেলতেন রাউল গঞ্জালেস। সেই জার্সির উত্তরসূরী এখন ভিনিসিয়ুস জুনিয়র। 

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৩-২৪ মৌসুমের খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়েছে। দুই ব্রাজিলিয়ান উইঙ্গার  ভিনি ও রদ্রিগোর জার্সির নম্বরও পরিবর্তন হয়েছে। আগামী মৌসুমে ভিনি পড়বেন ৭ নম্বর জার্সি। ২০২০-২১ মৌসুমে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসার পর ২০ নম্বর জার্সি পড়ে আসছিলেন তিনি। অন্যদিকে নতুন মৌসুমে রদ্রিগো পড়বেন ১১ নম্বর জার্সি। ব্রাজিলের এই তরুণ ফুটবলার গত ৪ বছর ২১ নম্বর জার্সি পড়েছেন।

রোনালদো,রাউল ছাড়াও ৭ নম্বর জার্সি পড়েছেন হ্যাজার্ড। কদিন আগে মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন হ্যাজার্ড। তার পরিবর্তেই এখন ৭ নম্বর জার্সি পড়বেন ভিনি। গত মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিল তারকা খেলেছেন ৫৫ ম্যাচ। করেছেন ২৩ গোল ও ২১ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত