Ajker Patrika

ছাগলের মুখওয়ালা মেসির নতুন বুট ৩০ হাজার টাকা 

ছাগলের মুখওয়ালা মেসির নতুন বুট ৩০ হাজার টাকা 

লিওনেল মেসি মানেই তো বিশেষ কিছু। মাঠে নামলেই তিনি গড়েন একের পর এক রেকর্ড। তাঁর জন্য এবার বিশেষ এক ধরনের বুটও চলে এসেছে।

মেসির জন্য নতুন ডিজাইনের বুট তৈরি করেছে অ্যাডিডাস। অ্যাডিডাস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুটের ছবি প্রকাশ করেছে। নতুন এই মডেলের নাম এক্স ক্রেজিফাস্ট। এক্স ক্রেজিফাস্ট মডেল যে ডিজাইন বানিয়েছে তা আর্জেন্টিনা ফুটবল দলের জার্সির আদলে। বুটে সাদা ও হালকা নীল রঙের আধিক্য বেশি। বুটের পেছনে সোনালী রঙের তিন তারকা। এই তিন তারকা আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয়কে বোঝাচ্ছে। ডান পায়ের বুটের তিন তারকার ওপর লেখা রয়েছে ১০ নম্বর। আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন তিনি। চমক রয়েছে আর্জেন্টিনার বাঁ পায়ের বুটে। বা পায়ের তিন তারকার ওপরে রয়েছে ছাগলের মুখ। এর কারণ হচ্ছে গোটের পূর্ণরূপ গ্রেটেস্ট অব অল টাইম। এই বুটের দাম ২২০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ৩০ হাজার টাকা।

গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। যা মেসির প্রথম বিশ্বকাপ জয়। আর্জেন্টিনার জার্সিতে এটা তাঁর তৃতীয় শিরোপা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে আর্জেন্টিনার ম্যাচও শুরু হতে বেশি সময় বাকি নেই। পরশু ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। তিনি (মেসি) আসার পর মায়ামি এক ম্যাচও হারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত