ক্রীড়া ডেস্ক
জুভেন্টাসের সঙ্গে এক বছরের চুক্তি করলেও নবায়নের সম্ভাবনা ছিল আনহেল দি মারিয়ার। তবে সব সম্ভাবনা নষ্ট হয়ে যায় দলবদলের আর্থিক অনিয়মে ‘তুরিনের বুড়িদের’ ১০ পয়েন্ট কেটে যাওয়ায়। ক্লাবের এই শাস্তিই সবকিছু বদলে দেয়।
জুভেন্টাসের ভবিষ্যৎ পরিকল্পনায় এই শাস্তি বাধা দেওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। গতকাল নিজের ইনস্টাগ্রামে সিদ্ধান্তটা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপজয়ী তারকা লিখেছেন, ‘কঠিন ও জটিল পর্যায়ে পৌঁছেছি। তবে বিদায়ের সময় শান্তি পাচ্ছি যে ক্লাবকে শিরোপা জেতানোর জন্য সবকিছু করার চেষ্টা করেছি। যদিও তা সম্ভব হয়নি। না পারার তিক্ত স্বাদ নিয়েই বিদায় নিচ্ছি।’
মাঠ ও মাঠের বাইরে জুভেন্টাস সতীর্থদের ভালোবাসার কথা উল্লেখ করে দি মারিয়া তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভক্তদেরও। ৩৫ বছর বয়সী তারকা লিখেছেন, ‘দুর্দান্ত এক ড্রেসিং রুমের অংশীদার ছিলাম। প্রথম দিন থেকেই সতীর্থরা যে স্নেহ ও ভালোবাসা দেখিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। সব সময় এটাকে নিজের বাড়ি মনে হয়েছে। আমার প্রতি জুভেন্টাস ভক্তদের ভালোবাসার জন্য জানাই এক বড় আলিঙ্গনের সঙ্গে শুভেচ্ছা। জুভেন্টাস, আমার হৃদয়ে তোমাকে বহন করি।’
পিএসজি থেকে ২০২২ সালে এক মৌসুমের জন্য জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দি মারিয়া। নতুন চুক্তি করার সুযোগ ছিল। কিন্তু ১০ পয়েন্ট কাটায় চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপা লিগেও জায়গা হয়নি সিরি আর দলটির। তাই মেয়াদ শেষেই বিদায় নিতে হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে। সব মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন তিনি। সঙ্গে ৭ গোলে সহায়তা করেছেন। জুভেন্টাস ছাড়লেও ইতালিতেই থাকতে পারেন এই উইঙ্গার। তাঁকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে ৩৩ বছর পর সিরি আর চ্যাম্পিয়ন নাপোলির।
জুভেন্টাসের সঙ্গে এক বছরের চুক্তি করলেও নবায়নের সম্ভাবনা ছিল আনহেল দি মারিয়ার। তবে সব সম্ভাবনা নষ্ট হয়ে যায় দলবদলের আর্থিক অনিয়মে ‘তুরিনের বুড়িদের’ ১০ পয়েন্ট কেটে যাওয়ায়। ক্লাবের এই শাস্তিই সবকিছু বদলে দেয়।
জুভেন্টাসের ভবিষ্যৎ পরিকল্পনায় এই শাস্তি বাধা দেওয়ায় ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। গতকাল নিজের ইনস্টাগ্রামে সিদ্ধান্তটা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপজয়ী তারকা লিখেছেন, ‘কঠিন ও জটিল পর্যায়ে পৌঁছেছি। তবে বিদায়ের সময় শান্তি পাচ্ছি যে ক্লাবকে শিরোপা জেতানোর জন্য সবকিছু করার চেষ্টা করেছি। যদিও তা সম্ভব হয়নি। না পারার তিক্ত স্বাদ নিয়েই বিদায় নিচ্ছি।’
মাঠ ও মাঠের বাইরে জুভেন্টাস সতীর্থদের ভালোবাসার কথা উল্লেখ করে দি মারিয়া তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে ভক্তদেরও। ৩৫ বছর বয়সী তারকা লিখেছেন, ‘দুর্দান্ত এক ড্রেসিং রুমের অংশীদার ছিলাম। প্রথম দিন থেকেই সতীর্থরা যে স্নেহ ও ভালোবাসা দেখিয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ। সব সময় এটাকে নিজের বাড়ি মনে হয়েছে। আমার প্রতি জুভেন্টাস ভক্তদের ভালোবাসার জন্য জানাই এক বড় আলিঙ্গনের সঙ্গে শুভেচ্ছা। জুভেন্টাস, আমার হৃদয়ে তোমাকে বহন করি।’
পিএসজি থেকে ২০২২ সালে এক মৌসুমের জন্য জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দি মারিয়া। নতুন চুক্তি করার সুযোগ ছিল। কিন্তু ১০ পয়েন্ট কাটায় চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইউরোপা লিগেও জায়গা হয়নি সিরি আর দলটির। তাই মেয়াদ শেষেই বিদায় নিতে হলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে। সব মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন তিনি। সঙ্গে ৭ গোলে সহায়তা করেছেন। জুভেন্টাস ছাড়লেও ইতালিতেই থাকতে পারেন এই উইঙ্গার। তাঁকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে ৩৩ বছর পর সিরি আর চ্যাম্পিয়ন নাপোলির।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে