Ajker Patrika

বিশ্বকাপের গোলটিই ম্যাক অ্যালিস্টারের প্রথম আন্তর্জাতিক গোল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ০০
বিশ্বকাপের গোলটিই ম্যাক অ্যালিস্টারের প্রথম আন্তর্জাতিক গোল

দেশের জার্সিতে প্রথম গোল, তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে—দিনটা দারুণভাবে স্মরণীয় করে রাখলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। গতকাল স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডর বিপক্ষে দুর্দান্ত এক গোল করলেন আর্জেন্টাইন এই সেন্ট্রাল মিডফিল্ডার। অ্যালিস্টারের এই গোলই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের প্রথম গোল। 

গতকাল প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও পোল্যান্ডের জালে বল জড়াতে পারছিল না আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে খুব দ্রুত সময়েই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ৪৬ মিনিটের সময় আনহেল দি মারিয়ার পাস থেকে বল যায় নাহুয়েল মোলিনার কাছে। এরপর মোলিনা ক্রস করেন। বল রিসিভ করে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন ম্যাক অ্যালিস্টার। গোলটি করেই আর্জেন্টিনার জার্সিতে গোলের খাতা খুললেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-০ গোলে পোল্যান্ডকে হারায় আলবিসেলেস্তেরা। 

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। 

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করা আর্জেন্টিনা এরপর ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে আলবিসেলেস্তেরা। আগামী ৩ ডিসেম্বর শেষ ষোলোতে আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত