Ajker Patrika

৫ কোটি টাকায় হাসপাতাল তৈরি করছেন লিভারপুল তারকা

৫ কোটি টাকায় হাসপাতাল তৈরি করছেন লিভারপুল তারকা

ঢাকা: খেলা নিয়ে সাদিও মানে অনেকবারই আলোচনায় এসেছেন। এবার লিভারপুল তারকা আলোচনায় এলেন জনহিতৈষী কাজের মাধ্যমে। সেনেগালে একটি হাসপাতাল তৈরিতে সাড়ে চার লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ৫ কোটি) দিয়েছেন মানে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে আসার পর খেলার সঙ্গে মানের বিনয়ী আচরণ সবাইকে মুগ্ধ করেছিল। নিজ দেশে সেনেগালে মানে অবশ্য আগে থেকেই ভালো মানুষ হিসেবে পরিচিত। লিভারপুলে আসার পর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্ষুধাপীড়িত সেনেগালের মানুষের জন্য মন কাঁদে। সুযোগ পেলেই মানুষের জন্য কিছু করতে চান। তা করেছেনও অনেকবার। এবার নিজ গ্রাম বামবালিতে একটি হাসপাতালের তৈরিতে ৫ কোটি টাকা দিয়েছেন মানে। 

দেশটির রাষ্ট্রপতি ম্যাকি সলের সঙ্গে কথা বলেছেন মানে। রাষ্ট্রপতি ম্যাকি এক বিবৃতিতে জানিয়েছেন, মানের এমন জনহিতৈষী কাজ খুব পছন্দ হয়েছে। খুব শিগগিরই আমরা হাসপাতাল তৈরির কাজ শুরু করব। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বড় হয়েছেন বলে মানে তাঁদের কষ্টটা ভালো বোঝেন। নিজ গ্রাম বামবালিতে স্কুল ও সুপারমার্কেট তৈরিতেও টাকা দিয়েছিলেন মানে। এমন আরও কিছু জনহিতৈষী কাজের পরিকল্পনার সঙ্গে জড়িত আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত