Ajker Patrika

ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কী হয়েছিল রিয়াল কোচের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৫: ০৩
ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কী হয়েছিল রিয়াল কোচের

খেলোয়াড়দের সঙ্গে কোচের সমস্যা হওয়া নতুন কিছু নয়। তবে গত রাতে রদ্রিগোর সঙ্গে কার্লোস আনচেলত্তির ঘটনা একটু ভিন্ন। আনচেলত্তির সঙ্গে করমর্দন করেননি রদ্রিগো। যদিও রিয়াল মাদ্রিদ কোচ ব্যাপারটা তেমন আমলে নেননি।

গতকাল এল মাদ্রিগাল স্টেডিয়ামে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদ। ৫৬ মিনিটে রদ্রিগোকে উঠিয়ে মার্কো অ্যাসেনসিওকে মাঠে নামান আনচেলত্তি। করমর্দনের জন্য আনচেলত্তি হাত বাড়ালেও রদ্রিগো তখন খেয়াল করেননি। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা দেখলাম যে রদ্রিগো মাংসপেশির সমস্যায় ভুগছে। তাই আমরা তাকে (রদ্রিগো) তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। আসার সময় সে আমার সঙ্গে করমর্দন করেনি। মনে হয় সে ভুলে গিয়েছিল।’

কোপা দেল রেতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। লস ব্লাংকোসরা ম্যাচ জেতে ৩-২ গোলে। রিয়ালের গোল তিনটি করেন ভিনিসিউস জুনিয়র, এদের মিলিতাও ও দানি সেবালোস।

ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ১৮৫ ম্যাচ খেলেছেন রদ্রিগো। ৩৮ গোলের সঙ্গে করেছেন ৩১ অ্যাসিস্ট। রিয়ালের জার্সিতে ১৩৩ ম্যাচ খেলেছেন তিনি। ২৬ গোলের সঙ্গে অ্যাসিস্টও ২৬টি করেছেন ব্রাজিলিয়ান এই রাইট উইঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত