ক্রীড়া ডেস্ক
সবশেষ ১০ দেখায় অক্সফোর্ড ইউনাইটেডের জয় কেবল একটিতে। তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে যেত তারা। বার্নলির সঙ্গে দুরত্ব থাকত দুই পয়েন্টের। কিন্তু শেষ পর্যন্ত অঘটনেরই শিকার হলেন হামজা চৌধুরীরা। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে তাই ওঠা হয়নি শীর্ষস্থানেও।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে গত ম্যাচে দারুণ খেলেছিলেন হামজা। কিন্তু আজ ছন্দ খুব একটা ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমার্ধে ব্লক-ক্লিয়ারেন্স করতে দেখা যায় তাঁকে। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে জোরালো একটি শটও নেন তিনি। কিন্তু তা আটকে দেন অক্সফোর্ডের ফুটবলাররা। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি হামজা। ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে ভিনিসিউস সুজাকে নামান শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সুজা অবশ্য হামজাকে ছাপিয়ে যেতে পারেননি। এড়াতে পারেননি হারও।
কাসাম স্টেডিয়ামে ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সিরিকি দেম্বেলে। এই হারে ৪০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের দুইয়ে আছে শেফিল্ড। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্নলি। ৪০ ম্যাচে ৪৫ পাওয়া অক্সফোর্ড রয়েছে টেবিলের ১৮ তে।
সবশেষ ১০ দেখায় অক্সফোর্ড ইউনাইটেডের জয় কেবল একটিতে। তাই পরিষ্কার ফেবারিট হিসেবেই খেলতে নামে শেফিল্ড ইউনাইটেড। এ ম্যাচে জয় পেলেই শীর্ষে উঠে যেত তারা। বার্নলির সঙ্গে দুরত্ব থাকত দুই পয়েন্টের। কিন্তু শেষ পর্যন্ত অঘটনেরই শিকার হলেন হামজা চৌধুরীরা। অক্সফোর্ডের কাছে ১-০ গোলে হেরে তাই ওঠা হয়নি শীর্ষস্থানেও।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে গত ম্যাচে দারুণ খেলেছিলেন হামজা। কিন্তু আজ ছন্দ খুব একটা ধরে রাখতে পারেননি তিনি। শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমার্ধে ব্লক-ক্লিয়ারেন্স করতে দেখা যায় তাঁকে। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে জোরালো একটি শটও নেন তিনি। কিন্তু তা আটকে দেন অক্সফোর্ডের ফুটবলাররা। এরপর বেশিক্ষণ খেলতে পারেননি হামজা। ম্যাচের ৫৮ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে ভিনিসিউস সুজাকে নামান শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সুজা অবশ্য হামজাকে ছাপিয়ে যেতে পারেননি। এড়াতে পারেননি হারও।
কাসাম স্টেডিয়ামে ৩৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সিরিকি দেম্বেলে। এই হারে ৪০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগের দুইয়ে আছে শেফিল্ড। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্নলি। ৪০ ম্যাচে ৪৫ পাওয়া অক্সফোর্ড রয়েছে টেবিলের ১৮ তে।
জাতীয় নারী ফুটবল লিগ খেলতে আজ ভুটানে পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। তাঁদের বরণ করে নিয়েছে পারো ফুটবল ক্লাব।
১২ ঘণ্টা আগেজাতীয় দল হোক বা ঘরোয়া ক্রিকেট—মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা বেশ পুরনো। মিউজিক্যাল চেয়ারের মতো কখনো ওপেনিং, কখনো চার-পাঁচে, আবার কখনো সাত কিংবা আট নম্বরে ব্যাট করতে দেখা যায় তাঁকে। মিরাজ নিজেও এনিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকবার। এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছেও ব্যাটিং
১৩ ঘণ্টা আগে১৬ বছরের ক্যারিয়ারে প্রথমবার অধিনায়কত্বের সুযোগ পেলেন পুষ্কর ক্ষিসা মিমো। তাঁর নেতৃত্বেই ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি খেলবে বাংলাদেশ। মিমোকে অধিনায়ক করে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাদ পড়েছেন ২৪ জনের প্রাথমিক দলে থাকা নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম...
১৪ ঘণ্টা আগে৮৯ রানের লক্ষ্য দিয়ে বর্তমান ক্রিকেটে জেতা তো অনেক দূরের কথা। ন্যুনতম লড়াইটুকু করা যায় না। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-আবাহনী লিমিটেডের ম্যাচটা হয়েছে এমনই। এই একপেশে ম্যাচেই রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন।
১৪ ঘণ্টা আগে