লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।
লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে