Ajker Patrika

রাতটা যেন আর্জেন্টাইনদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১: ৫৯
Thumbnail image

প্যারিসে গতকালের রাতটা ছিল যেন আর্জেন্টিনারই। ফিফা-২০২২ ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, ভক্তের পুরস্কার সবই জিতল কাতার বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা।  

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ২০২২-এর বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কারও জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।   গতকাল ক্যারিয়ারের দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি। ট্রফি হাতে আর্জেন্টাইন এই অধিনায়ক বলেন, ‘এখানে এসে বেশ ভালো লাগছে। এই বছরটা আমার জন্য দারুণ ছিল। অনেক কষ্টের পর স্বপ্ন পূরণ হয়েছে। খুব কম খেলোয়াড়ই এই স্বপ্ন পূরণ করতে পারে এবং আমি তা পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাই। লিওনেল স্কালোনি, দিবু (মার্তিনেজ) আমরা সবাই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছি। এই পুরস্কারের। এই পুরস্কারের আংশিকটা তাদের এবং আমরা যা করেছি, তার স্বীকৃতি এটা।’  

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি, যার অধীনে আর্জেন্টিনার স্বর্ণযুগ চলছে। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচকে নিয়ে মেসি বলেন, ‘স্কালোনি বিশেষ ব্যক্তিত্বসম্পন্ন। তাঁর যোগাযোগের দক্ষতা এবং দল পরিচালনা সবচেয়ে ভালো। তিনি কোনো সুযোগ হাতছাড়া করেন না। তিনি সবকিছু বিস্তারিত আলোচনা করেন এবং তারপর তা হয়।’ 

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ২০২২ বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণদুর্গ সামলেছিলেন অতন্দ্র প্রহরীর মতো। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। খেলোয়াড়, কোচ, গোলরক্ষকের পর বর্ষসেরা ভক্তের পুরস্কারও জিতেছে আর্জেন্টিনা। 

ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ছেলেদের বিজয়ীরা: 
বর্ষসেরা খেলোয়াড়: লিওনেল মেসি
বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি
বর্ষসেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা ভক্তের পুরস্কার: আর্জেন্টিনার সমর্থক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত