Ajker Patrika

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দি মারিয়ার আবেগঘন পোস্ট 

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২: ০২
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে দি মারিয়ার আবেগঘন পোস্ট 

পেশাদার খেলোয়াড়দের কখনো না কখনো এসে থামতে হয়। যত দীর্ঘ ক্যারিয়ার হোক না কেন, শেষ বেলায় এসে স্বাভাবিকভাবে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তেমনি আন্তর্জাতিক ফুটবলে শেষের কাছাকাছি এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আনহেল দি মারিয়া। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি টানবেন দি মারিয়া। ২০০৮ থেকে শুরু করে গুনে গুনে ১৬ বছর পার করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি মেজর শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ফাইনালের আগে দীর্ঘদিনের সতীর্থ মেসির সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন দি মারিয়া। ক্যাপশনে দি মারিয়া লিখেছেন, ‘যা চেয়েছি, জীবন আমাকে সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে।’ 

১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর একটা দীর্ঘ সময় আর্জেন্টিনা কোনো মেজর শিরোপা জিততে পারেনি। সেই খরা ২৮ বছর পর আকাশি-নীলরা কাটিয়েছে দি মারিয়ার সুবাদে। মারাকানায় ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোল করেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে বাকি দুই শিরোপা জিতেছেন দেড় বছর ব্যবধানে। ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান দি মারিয়া। তিনটি শিরোপাতেই দি মারিয়া সঙ্গী হিসেবে পেয়েছেন মেসিকে। 

আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। ছবি: ইনস্টাগ্রাম আর্জেন্টিনার ফাইনাল মানে দি মারিয়ার গোল—২০০৮ সাল থেকে তা চলে আসছে। ২০০৮ অলিম্পিকে আলবিসেলেস্তেদের জয়সূচক গোল করেন তিনি। ২০২১ কোপা আমেরিকার মতো ২০২২ ফিনালিসিমাতেও গোলের দেখা পেয়েছেন। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে তিনি ও মেসি দারুণ অবদান রেখেছেন। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দি মারিয়া করেন এক গোল এবং জোড়া গোল করেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত