Ajker Patrika

ভালো পারফরম্যান্সের ধারে কাছেও নেই লিভারপুল

ভালো পারফরম্যান্সের ধারে কাছেও নেই লিভারপুল

হতাশা যেন এই মৌসুমে লিভারপুলের নিত্যসঙ্গী। কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই সুখবর পাচ্ছে না ইংলিশ এই ক্লাবটি। ফামার স্টেডিয়ামে গতকাল ব্রাইটনের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে ছিটকে গেছে অলরেডরা। লিভারপুলের পারফরম্যান্সে হতাশ ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যান্ডি রবার্টসনের মতে, ভালো খেলার ধারেকাছেও তারা নেই। 

ব্রাইটনের বিপক্ষে ফামার স্টেডিয়ামে গতকাল এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলেছিল লিভারপুল। অলরেডদের জন্য ম্যাচটা এক অর্থে ‘প্রতিশোধের’। এই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ৩০ মিনিটে মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। এরপর ৩৯ মিনিটে লুইস ডাঙ্কের গোলে সমতায় ফেরে ব্রাইটন। আর ৯০ মিনিটের যোগ করা সময়ে গোল করেন ব্রাইটন মিডফিল্ডার কাউরো মিতোমা। তাতে ২-১ গোলে হেরে বিদায় ঘণ্টা বেজে যায় এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়নদের। 

শেষ মুহূর্তে গোল হজম করে হেরে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন রবার্টসন। ম্যাচ শেষে লিভারপুলের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘এই মৌসুমে আমরা ভালো খেলার ধারে কাছেও নেই। বছরটা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম কিন্তু তা হয়নি।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তেমন একটা ভালো অবস্থানে নেই লিভারপুল। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে অলরেডরা। লিগের পারফরম্যান্সের প্রসঙ্গ উল্লেখ করে রবার্টসন বলেন, ‘আমাদের পারফরম্যান্স খারাপ হচ্ছে। লিগে আমরা ভালো খেলতে পারছি না। দুটো টুর্নামেন্ট থেকেই আমরা ছিটকে গেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত