এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই রচিত হলো ইতিহাস। গতকাল ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে আল-হিলাল। তাতে প্রথম সৌদি আরবীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে উঠল আল-হিলাল।
গতকাল টাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে খুব দ্রুতই এগিয়ে যায় আল-হিলাল। পেনাল্টিতে ৪ মিনিটে গোল করেন সালেম আলদাওসারি। সালেমের গোল করার ১৬ মিনিট পর সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। ম্যাথিউজিনহোর অ্যাসিস্টে ২০ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গোর সেন্টার ফরোয়ার্ড পেদ্রো। প্রথমার্ধের শেষের দিকে আবার এগিয়ে যায় আল-হিলাল। অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টিতে গোল করেন সৌদি ক্লাবটির লেফট উইঙ্গার সালেম। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-হিলাল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় আল হিলাল। ৭০ মিনিটে গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। জোড়া গোল করা সালেম এবার ভিয়েত্তোকে অ্যাসিস্ট করেন। আর শেষের দিকে অতিরিক্ত সময়ে পেদ্রো গোল করেন। তাতে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আল-হিলাল। প্রথম সৌদি দল হিসেবে তারা চলে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
প্রিন্স মৌলা আবদেল্লাহ স্টেডিয়ামে আজ হবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও রিয়াল মাদ্রিদ।
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালেই রচিত হলো ইতিহাস। গতকাল ফ্ল্যামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়েছে আল-হিলাল। তাতে প্রথম সৌদি আরবীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের ফাইনালে উঠল আল-হিলাল।
গতকাল টাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে খুব দ্রুতই এগিয়ে যায় আল-হিলাল। পেনাল্টিতে ৪ মিনিটে গোল করেন সালেম আলদাওসারি। সালেমের গোল করার ১৬ মিনিট পর সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। ম্যাথিউজিনহোর অ্যাসিস্টে ২০ মিনিটে গোল করেন ফ্ল্যামেঙ্গোর সেন্টার ফরোয়ার্ড পেদ্রো। প্রথমার্ধের শেষের দিকে আবার এগিয়ে যায় আল-হিলাল। অতিরিক্ত সময়ে আবারও পেনাল্টিতে গোল করেন সৌদি ক্লাবটির লেফট উইঙ্গার সালেম। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-হিলাল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় আল হিলাল। ৭০ মিনিটে গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। জোড়া গোল করা সালেম এবার ভিয়েত্তোকে অ্যাসিস্ট করেন। আর শেষের দিকে অতিরিক্ত সময়ে পেদ্রো গোল করেন। তাতে শুধু ব্যবধানই কমাতে পেরেছে ফ্ল্যামেঙ্গো। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আল-হিলাল। প্রথম সৌদি দল হিসেবে তারা চলে যায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে।
প্রিন্স মৌলা আবদেল্লাহ স্টেডিয়ামে আজ হবে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল।দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি ও রিয়াল মাদ্রিদ।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১০ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৪ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৭ ঘণ্টা আগে