Ajker Patrika

ম্যান ইউর ঘরে আরও ট্রফি চান উসাইন

ম্যান ইউর ঘরে আরও ট্রফি চান উসাইন

এরিক টেন হাগের অধীনে সময়টা ভালোই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাঁর অধীনেই শিরোপা খরা কাটায় ম্যান ইউ। রেড ডেভিলদের ক্যাবিনেটে আরও শিরোপা দেখতে চান উসাইন বোল্ট। 

গত মৌসুমেই ম্যান ইউর দায়িত্ব নিয়েছিলেন টেন হাগ। তখন থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে রেড ডেভিলরা খেলেছে ৪৬ ম্যাচ। ৩৩ ম্যাচ জিতেছে, ৭ ম্যাচ ড্র করেছে ও হেরেছে ৬ ম্যাচ। কারাবাও কাপে নিউক্যাসলকে হারিয়ে ছয় বছরের শিরোপাখরা কাটায় ইউনাইটেড। দলের এমন পারফরম্যান্সে টেন হাগের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছেন বোল্ট। ভক্ত হিসেবে ইউনাইটেডের ক্যাবিনেটে আরও শিরোপার আশা করছেন তিনি। পিএ নিউজ এজেন্সিকে জ্যামাইকান দৌঁড়বিদ বলেন, ‘এটা সুন্দর, মজাদার আলাপ-আলোচনা ছিল। তবে প্রথমত আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। মনে হচ্ছে যেন পুরনো ঐতিহ্য ফিরে এসেছে। ম্যানচেস্টারকে দেখে এখন ভালো লাগছে। দল ঐক্যবদ্ধ হিসেবে খেলছে। তারা কঠোর পরিশ্রম করছে। ভবিষ্যতে আমাদের আরও অনেক ট্রফি আসবে। তাই আমি উত্তেজিত।’ 

এই মৌসুমে আরও বেশ কিছু শিরোপার সম্ভাবনা রয়েছে ইউনাইটেডের। এফএ কাপের সেমিফাইনাল, ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে ইউনাইটেড। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট রেড ডেভিলদের। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত