Ajker Patrika

ইউনাইটেডের জালে লিভারপুলের ৭ গোল

ইউনাইটেডের জালে লিভারপুলের ৭ গোল

চলতি মৌসুমে টানা ব্যর্থতায় ডুবে থাকা। এই জয় পায় তো এই হার। এতদিন নিজেদের ছায়া হয়েই ছিল লিভারপুল। টানা ব্যর্থতার ঝাল যেন জমিয়ে রেখেছিলেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আর তার কোপটা পড়ল চিরপ্রতিদ্বন্দ্বী  ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে।

আজ রাতে নর্থওয়েস্ট ডার্বিতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে রেড ডেভিলদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। জোড়া গোল করেছেন কোডি গাকপো, ডারউইন নুনেজ ও মোহামেদ সালাহ। বাকি গোলটি রবার্তো ফিরমিনোর।

গত বছরের এপ্রিলে অ্যানফিল্ডে ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। তবে গত আগস্টে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ২-১ ব্যবধানে জিতে প্রতিশোধ নিয়েছিল রেড ডেভিলরা। এবার চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতে দেখা হতেই বড় জয় পেল ক্লপের দল। 

সালাহর উদযাপন বলছে, ইউনাইটেডকে তাঁরা কীভাবে নাচিয়ে ছেড়েছেন ৷ গাকপোর গোলে প্রথমার্ধে এগিয়ে   যাওয়া লিভারপুলের গোল বন্যা শুরু হয় বিরতির পর। ৮৮ মিনিটে রেড ডেভিলদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই মৌসুম শেষ অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দেওয়া ফিরমিনো।

এই জয়ে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তিনে ইউনাইটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত