নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে