নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৬ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
৬ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
৮ ঘণ্টা আগে