ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। শিষ্যের এমন শাস্তিতে হতাশ তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি জানিয়েছেন, পগবার মতো বিস্ময়কর প্রতিভাকে হারানো ফুটবলের জন্য বিশাল ক্ষতি।
আগামীকাল সিরি আয় চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন, ‘এটা মানবিক জায়গা ও ফুটবল, উভয়ের জন্য খুবই দুঃখজনক। আমরা অসাধারণ এক খেলোয়াড়কে হারালাম।’
গত ২৯ ফেব্রুয়ারি পগবাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। ডোপ নিয়ম ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উপস্থিতি পাওয়া গিয়েছিল।
গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাঁকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)। যার অর্থ, ৩০ বছর বয়সী বিশ্বকাপজয়ী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না।
এ মৌসুমে বদলি হিসেবে পগবা খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বোলোনা ও এম্পলির বিপক্ষে তাঁকে দেখা গেছে মোট ৫১ মিনিট। তবে নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিতে পড়ে গেল ২০১৮ বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ার। ফুটবলে আর ফেরা হবে তো পগবার? সেই প্রশ্নই ঘুরছে ইউরোপের ফুটবলে। তবে শিষ্যকে হারিয়ে যেন সবচেয়ে বেশি হতাশ অ্যালেগ্রি, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে, তার সঙ্গে কাজ করেছি। তাকে কোচিং করিয়েছি। তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। সে অসাধারণ এক মানুষ।’
ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। শিষ্যের এমন শাস্তিতে হতাশ তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি জানিয়েছেন, পগবার মতো বিস্ময়কর প্রতিভাকে হারানো ফুটবলের জন্য বিশাল ক্ষতি।
আগামীকাল সিরি আয় চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন, ‘এটা মানবিক জায়গা ও ফুটবল, উভয়ের জন্য খুবই দুঃখজনক। আমরা অসাধারণ এক খেলোয়াড়কে হারালাম।’
গত ২৯ ফেব্রুয়ারি পগবাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। ডোপ নিয়ম ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উপস্থিতি পাওয়া গিয়েছিল।
গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাঁকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)। যার অর্থ, ৩০ বছর বয়সী বিশ্বকাপজয়ী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না।
এ মৌসুমে বদলি হিসেবে পগবা খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বোলোনা ও এম্পলির বিপক্ষে তাঁকে দেখা গেছে মোট ৫১ মিনিট। তবে নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিতে পড়ে গেল ২০১৮ বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ার। ফুটবলে আর ফেরা হবে তো পগবার? সেই প্রশ্নই ঘুরছে ইউরোপের ফুটবলে। তবে শিষ্যকে হারিয়ে যেন সবচেয়ে বেশি হতাশ অ্যালেগ্রি, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে, তার সঙ্গে কাজ করেছি। তাকে কোচিং করিয়েছি। তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। সে অসাধারণ এক মানুষ।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে