Ajker Patrika

ফিরমিনোর সঙ্গে লিভারপুল ছাড়ছেন যাঁরা

ফিরমিনোর সঙ্গে লিভারপুল ছাড়ছেন যাঁরা

রবার্তো ফিরমিনো লিভারপুল ছাড়ছেন, সেটি নিশ্চিত। চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়তে পারেন আরও অনেক তারকা। আজ লিভারপুল জানিয়েছে, এই গ্রীষ্মে ফিরমিনো, অ্যালেক্স অক্সালাড-চেম্বারলেইন, নাবি কেইতা ও জেমস মিলনার ক্লাব ছাড়বেন।

লিভারপুল টুইট করে জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি, রবার্তো ফিরমিনো, নাবি কেইতা, জেমস মিলনার ও অ্যালেক্স অক্সালাড-চেম্বারলেইন এই গ্রীষ্মে ক্লাব ছাড়বেন। অ্যানফিল্ডে তাঁদের স্বীকৃতি জানানো হবে। পরে বাকি সম্মাননা মৌসুম শেষে।’

কোচ ইউর্গেন ক্লপের অধীনে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এই চারজন। অলরেডরা নিশ্চিত করেছে, মিলনারের ব্রাইটনে যাওয়ার সম্ভাবনা থাকলেও বাকি তিন তারকার ভবিষ্যৎ গন্তব্য এখনো অজানা।

আগামী শনিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচই হতে পারে অলরেডদের জার্সিতে এই চার তারকার ম্যাচ। ঘরের মাটিতে সমর্থকদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন ফিরমিনো-মিলনাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত