ক্রীড়া ডেস্ক
ঢাকা: চিলির বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় এখন পর্তুগিজ সুপারস্টারকে টপকালেন মেসি। বার্সেলোনা তারকার সামনে এখন সুযোগ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার।
কাল রাতে রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন রোনালদোকে। মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৭টি। রোনালদো ফ্রি কিকে গোল করেছেন ৫৬টি। ক্যারিয়ারের বড় সময় রিয়াল মাদ্রিদে কাটানো রোনালদো ফ্রি কিক থেকে ৩২ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে ১টি গোল করেছেন রোনালদো।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ছাড়িয়ে গেছেন আগেই। এবার অপেক্ষায় আছেন ফ্রি কিক গোলে ম্যারাডোনাকে ছাড়ানোর। ফ্রি কিকে ম্যারাডোনার গোল ৬২। পাঁচ গোলে পিছিয়ে আছেন মেসি (৫৭)। বার্সেলোনার হয়ে মেসি ফ্রি কিকে গোল করেছেন ৫০টি। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকে। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারে ৩৫৩ গোলের ১৭ শতাংশ করেছেন ফ্রি কিক থেকে।
ফ্রি কিক থেকে গোলে শীর্ষে আছেন জুনিনহো পেরনামবুকানো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারকে বলা হয় ফ্রি কিকের শিল্পী। ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ফ্রি কিক থেকে। ৭০ গোল করে তাঁর পরই রয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি পেলে। সমান ৬৬ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় আর্জেন্টিনার ভিক্টর লেগরোতাগলি ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।
ঢাকা: চিলির বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় এখন পর্তুগিজ সুপারস্টারকে টপকালেন মেসি। বার্সেলোনা তারকার সামনে এখন সুযোগ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার।
কাল রাতে রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন রোনালদোকে। মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৭টি। রোনালদো ফ্রি কিকে গোল করেছেন ৫৬টি। ক্যারিয়ারের বড় সময় রিয়াল মাদ্রিদে কাটানো রোনালদো ফ্রি কিক থেকে ৩২ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে ১টি গোল করেছেন রোনালদো।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ছাড়িয়ে গেছেন আগেই। এবার অপেক্ষায় আছেন ফ্রি কিক গোলে ম্যারাডোনাকে ছাড়ানোর। ফ্রি কিকে ম্যারাডোনার গোল ৬২। পাঁচ গোলে পিছিয়ে আছেন মেসি (৫৭)। বার্সেলোনার হয়ে মেসি ফ্রি কিকে গোল করেছেন ৫০টি। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকে। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারে ৩৫৩ গোলের ১৭ শতাংশ করেছেন ফ্রি কিক থেকে।
ফ্রি কিক থেকে গোলে শীর্ষে আছেন জুনিনহো পেরনামবুকানো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারকে বলা হয় ফ্রি কিকের শিল্পী। ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ফ্রি কিক থেকে। ৭০ গোল করে তাঁর পরই রয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি পেলে। সমান ৬৬ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় আর্জেন্টিনার ভিক্টর লেগরোতাগলি ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
১ ঘণ্টা আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
১ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
৩ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে