Ajker Patrika

লিভারপুলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার 

লিভারপুলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার 

দলবদলের সময় এলেই তারকা খেলোয়াড়দের ক্লাব বদলানোর কথা শোনা যায়। এবার আগেভাগেই পরবর্তী মৌসুমের কাজ এক ধাপ এগিয়ে রেখেছে লিভারপুল। ব্রাইটন ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে যাচ্ছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ম্যাক অ্যালিস্টারের লিভারপুলের সঙ্গে চুক্তির খবর জানিয়েছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো টুইট করেছেন, ‘পূর্ণ চুক্তি হয়ে গেছে। ২০২৮ এর জুন পর্যন্ত থাকছে এই চুক্তি। পাঁচ বছরের চুক্তি। লিভারপুল কদিনের মধ্যেই বাই আউট ক্লজ দিয়ে দিচ্ছে। ৬০ মিলিয়ন পাউন্ডের চেয়ে তা কম হবে। ২৪ বা ৪৮ ঘণ্টার মধ্যে হবে মেডিক্যাল টেস্ট।’ আর্জেন্টিনার এই মিডফিল্ডারই ২০২৩-২৪ মৌসুমে লিভারপুলের প্রথম চুক্তিবদ্ধ খেলোয়াড়।

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই লাইমলাইটে আসেন ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টিনার এই মিডফিল্ডার বিশ্বকাপে ৬ ম্যাচে করেছেন ১ গোল ও একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আর ব্রাইটনের পরের মৌসুমে ইউরোপা লিগে ওঠায় দারুণ অবদান রয়েছে এই মিডফিল্ডারের। ক্লাবটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৪০ ম্যাচে করেছেন ১২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১০ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত