Ajker Patrika

ম্যান ইউর শিরোপা জয়ে  টিভি বন্ধ আরনল্ডের

ম্যান ইউর শিরোপা জয়ে  টিভি বন্ধ আরনল্ডের

এরিক টেন হাগের অধীনে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার কারাবাও কাপ জিতেছে ম্যান ইউ। যা গত ৬ বছরে রেড ডেভিলদের কোনো মেজর শিরোপা। তবে রেড ডেভিলদের শিরোপা জয় বিশ্বাস করতে পারছিলেন না ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। 

 ২৬ ফেব্রুয়ারী ওয়েম্বলি স্টেডিয়ামে কারাবাও কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যান ইউ ও নিউক্যাসল। ইউনাইটেড বল দখলে রাখতে পেরেছিল রেখেছিল ৩৮ শতাংশ। তবে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জেতে ম্যান ইউ। ইউনাইটেডের গোল দুটো করেছিলেন কাসেমিরো ও রাশফোর্ড। ফাইনাল ম্যাচ দেখলেও রেড ডেভিলদের শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্ত দেখেননি আরনল্ড। টেলিগ্রাফকে লিভারপুলের এই রাইট ব্যাক বলেন, ‘আমি খেলা দেখেছিলাম। তবে যখন তাদের শিরোপা উঁচিয়ে ধরতে দেখলাম, টিভি বন্ধ করে দিয়েছিলাম। আমি তখন ভেবেছিলাম, ‘আমি এই ম্যাচ আমার দেখার কথাই না।’ এতেই বোঝা যায় ফুটবল কতটা পরিবর্তন হয়েছে।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ছয় নম্বরে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৩৯। অ্যানফিল্ডে আজ লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। পয়েন্ট তালিকার তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচ খেলে পেয়েছে ৪৯ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত