প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। গতরাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। তবে এবার আর সেটা হতে দেয়নি থমাস টুখেলের দল।
প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের তখন ৫৫ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে হাডসন উদোর ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু। সমতায় ফিরতে সময় নেয়নি পালমেইরাস।
ম্যাচের ৬৪ মিনিটের সময় পালমেইরাসের হয়ে গোল করেন রাফায়েল ভেইগা। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে গোল করতে পালমেইরাসকে সমতায় ফেরান ভেইগা।
নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্রয়ে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান।
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। গতরাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। তবে এবার আর সেটা হতে দেয়নি থমাস টুখেলের দল।
প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের তখন ৫৫ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে হাডসন উদোর ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু। সমতায় ফিরতে সময় নেয়নি পালমেইরাস।
ম্যাচের ৬৪ মিনিটের সময় পালমেইরাসের হয়ে গোল করেন রাফায়েল ভেইগা। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে গোল করতে পালমেইরাসকে সমতায় ফেরান ভেইগা।
নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্রয়ে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৭ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৮ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১০ ঘণ্টা আগে