চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে গুঞ্জনটা শোনা যাচ্ছিল। অবশেষে কোচিং স্টাফে মনোবিদ যোগ করার সেই সিদ্ধান্তটা নিয়েই নিল প্যারিস সেন্ট জার্মেই (কর্তৃপক্ষ)। আগামী মৌসুমে লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে কাজ শুরু করবেন মনোবিদ।
লিগ ওয়ানে নিয়মিত সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো অধরাই থেকে গেছে পিএসজির। লম্বা সময় এই শিরোপার জন্য অপেক্ষায় আছে প্যারিস পরাশক্তিরা। এ লক্ষ্যে দলে বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিয়েও এসেছে তারা। তবে এর পরও মেলেনি সাফল্য। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসি-নেইমারদের। এরপর দলকে মানসিকভাবে চাঙা করতে পিএসজি মনোবিদ আনতে যাচ্ছে বলেও শোনা যায়। অবশেষে নতুন স্পোর্টিং ডিরেক্টর লুইস কেম্পাস ও ক্রিস্টোফে গালতিয়েরের অধীনে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।
এই মুহূর্তে পিএসজি কোচিং স্টাফে কোনো পেশাদার স্পোর্টস সাইকোলজিস্ট নেই। তাই এটি পিএসজির নতুন উদ্যোগই বলা যায়। তবে শুধু চিকিৎসক দলে পিএসজি শুধু মনোবিদই যোগ করছে না, তারা দলের পুষ্টিবিদও নিয়োগ দিতে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে প্রাকমৌসুম প্রস্তুতির সময়টাও দারুণভাবে পার করছে পিএসজি। গতকাল রাতে জাপানি ক্লাব গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন নেইমার। ১টি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে।
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে গুঞ্জনটা শোনা যাচ্ছিল। অবশেষে কোচিং স্টাফে মনোবিদ যোগ করার সেই সিদ্ধান্তটা নিয়েই নিল প্যারিস সেন্ট জার্মেই (কর্তৃপক্ষ)। আগামী মৌসুমে লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে কাজ শুরু করবেন মনোবিদ।
লিগ ওয়ানে নিয়মিত সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো অধরাই থেকে গেছে পিএসজির। লম্বা সময় এই শিরোপার জন্য অপেক্ষায় আছে প্যারিস পরাশক্তিরা। এ লক্ষ্যে দলে বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিয়েও এসেছে তারা। তবে এর পরও মেলেনি সাফল্য। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসি-নেইমারদের। এরপর দলকে মানসিকভাবে চাঙা করতে পিএসজি মনোবিদ আনতে যাচ্ছে বলেও শোনা যায়। অবশেষে নতুন স্পোর্টিং ডিরেক্টর লুইস কেম্পাস ও ক্রিস্টোফে গালতিয়েরের অধীনে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ।
এই মুহূর্তে পিএসজি কোচিং স্টাফে কোনো পেশাদার স্পোর্টস সাইকোলজিস্ট নেই। তাই এটি পিএসজির নতুন উদ্যোগই বলা যায়। তবে শুধু চিকিৎসক দলে পিএসজি শুধু মনোবিদই যোগ করছে না, তারা দলের পুষ্টিবিদও নিয়োগ দিতে যাচ্ছে বলে জানা গেছে।
এদিকে প্রাকমৌসুম প্রস্তুতির সময়টাও দারুণভাবে পার করছে পিএসজি। গতকাল রাতে জাপানি ক্লাব গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন নেইমার। ১টি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৭ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে