ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে