সকার চ্যাম্পিয়নস ট্যুর আর্সেনালের কাছে হার দিয়ে শুরু করেছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবের শেষটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু তাদের বিপরীত চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। জয় দিয়ে শুরু করলেও হার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করছে তারা।
সর্বশেষ ম্যাচে বার্সেলোনার কাছে হারার পর আজ জুভেন্টাসের বিপক্ষে হেরেছে রিয়াল। গোল হজম দুই ম্যাচেই একই ৩ গোল। তবে স্বদেশি ক্লাবের বিপক্ষে কোনো গোল দিতে না পারলেও ‘তুরিনের বুড়িদের’ বিপক্ষে এক গোল দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল হজম করে বসে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসরা যখন গোল হজম করেছে তখন হয়তো খেলা দেখতে আসা দর্শকেরা নিজেদের আসনে ঠিকঠাক মতো বসতেও পারেননি। মাত্র ৪৯ সেকেন্ডেই যে গোল দিয়ে উদ্যাপন করছেন জুভেন্টাসের খেলোয়াড়রা।
রেফারি খেলা শুরুর বাঁশি বাজালে প্রথম আক্রমণেই গোল পায় জুভেন্টাস। ভাগ্যের সহায়তা অবশ্য রিয়াল বেঁচেই চাচ্ছিল কিন্তু ফিরতি শটে তা আর হয়নি। ওয়েস্ট ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে এলে মইজে কিন গোল করেন। গোল হজম করে আক্রমণে উঠে শোধ দেওয়ার সুযোগও পেয়েছিল রিয়াল। জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেক সেজনি লস ব্ল্যাঙ্কোসদের সামনে বাধা হয়ে না দাঁড়ালে। ৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক শট সেভ দেন তিনি।
রিয়াল শোধ দিতে না পারলেও জুভরা দ্বিতীয় গোলের লিড পায়। গোলটি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার টিমোথি উইয়াহ। ইতালির ক্লাবের হয়ে প্রথম গোলে তাঁকে সহায়তা করেন স্বদেশি ম্যাকেনি। ২২ মিনিটে ব্যবধান কমানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রিয়ালের ফেরান গার্সিয়া। জুড বেলিংহামের বাড়ানো পাস প্রতিপক্ষের ডিফেন্ডার আটকিয়ে দিলে ফাঁকা পোস্ট পান তিনি। সে সময় বল ধরতে গোলরক্ষক এগিয়ে আসলে ফাঁকা পোস্টেও বল রাখতে পারেননি এই ডিফন্ডার।
তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দেয় রিয়াল। টনি ক্রুসের পাস ধরে দুরন্ত এক দৌড়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষককে ফাঁকি দেন ভিনিসিয়ুস জুনিয়র। সেজনি ৪২ মিনিটে তাঁর নেওয়া আরেকটি বুলেট গতির শট সেভ না দিলে দলকে সমতায়ও ফেরাতে পারতেন। পুরো ম্যাচে দুর্দান্ত খেলার পরও তাই শেষে পরাজয়ে মাঠ ছাড়তে হয় ভিনিকে। বিরতির পর অবশ্যে চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেননি রিয়াল।
উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাঙ্কোসরা। ৯৫ মিনিটে গোলটি করেন দুসান ভ্লাহভিচ। তাঁর গোলের আগে ৮৫ মিনিটে দুরন্ত এক সেভ দিয়ে ব্যবধান বাড়াতে দেননি রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
সকার চ্যাম্পিয়নস ট্যুর আর্সেনালের কাছে হার দিয়ে শুরু করেছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবের শেষটা হয়েছিল জয় দিয়ে। কিন্তু তাদের বিপরীত চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। জয় দিয়ে শুরু করলেও হার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করছে তারা।
সর্বশেষ ম্যাচে বার্সেলোনার কাছে হারার পর আজ জুভেন্টাসের বিপক্ষে হেরেছে রিয়াল। গোল হজম দুই ম্যাচেই একই ৩ গোল। তবে স্বদেশি ক্লাবের বিপক্ষে কোনো গোল দিতে না পারলেও ‘তুরিনের বুড়িদের’ বিপক্ষে এক গোল দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল হজম করে বসে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসরা যখন গোল হজম করেছে তখন হয়তো খেলা দেখতে আসা দর্শকেরা নিজেদের আসনে ঠিকঠাক মতো বসতেও পারেননি। মাত্র ৪৯ সেকেন্ডেই যে গোল দিয়ে উদ্যাপন করছেন জুভেন্টাসের খেলোয়াড়রা।
রেফারি খেলা শুরুর বাঁশি বাজালে প্রথম আক্রমণেই গোল পায় জুভেন্টাস। ভাগ্যের সহায়তা অবশ্য রিয়াল বেঁচেই চাচ্ছিল কিন্তু ফিরতি শটে তা আর হয়নি। ওয়েস্ট ম্যাকেনির শট পোস্টে লেগে ফিরে এলে মইজে কিন গোল করেন। গোল হজম করে আক্রমণে উঠে শোধ দেওয়ার সুযোগও পেয়েছিল রিয়াল। জুভেন্টাসের গোলরক্ষক ভয়চেক সেজনি লস ব্ল্যাঙ্কোসদের সামনে বাধা হয়ে না দাঁড়ালে। ৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক শট সেভ দেন তিনি।
রিয়াল শোধ দিতে না পারলেও জুভরা দ্বিতীয় গোলের লিড পায়। গোলটি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার টিমোথি উইয়াহ। ইতালির ক্লাবের হয়ে প্রথম গোলে তাঁকে সহায়তা করেন স্বদেশি ম্যাকেনি। ২২ মিনিটে ব্যবধান কমানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রিয়ালের ফেরান গার্সিয়া। জুড বেলিংহামের বাড়ানো পাস প্রতিপক্ষের ডিফেন্ডার আটকিয়ে দিলে ফাঁকা পোস্ট পান তিনি। সে সময় বল ধরতে গোলরক্ষক এগিয়ে আসলে ফাঁকা পোস্টেও বল রাখতে পারেননি এই ডিফন্ডার।
তবে বিরতিতে যাওয়ার আগে এক গোল শোধ দেয় রিয়াল। টনি ক্রুসের পাস ধরে দুরন্ত এক দৌড়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষককে ফাঁকি দেন ভিনিসিয়ুস জুনিয়র। সেজনি ৪২ মিনিটে তাঁর নেওয়া আরেকটি বুলেট গতির শট সেভ না দিলে দলকে সমতায়ও ফেরাতে পারতেন। পুরো ম্যাচে দুর্দান্ত খেলার পরও তাই শেষে পরাজয়ে মাঠ ছাড়তে হয় ভিনিকে। বিরতির পর অবশ্যে চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেননি রিয়াল।
উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল হজম করে বসে লস ব্ল্যাঙ্কোসরা। ৯৫ মিনিটে গোলটি করেন দুসান ভ্লাহভিচ। তাঁর গোলের আগে ৮৫ মিনিটে দুরন্ত এক সেভ দিয়ে ব্যবধান বাড়াতে দেননি রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে