Ajker Patrika

ব্রাজিলকে বিশ্বকাপে তুললেন নেইমার-পাকেতা 

ব্রাজিলকে বিশ্বকাপে তুললেন নেইমার-পাকেতা 

কাগজে-কলমে আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে ছিল ব্রাজিলের। যতটুকু সংশয় ছিল সেটাও উড়িয়ে দিলেন নেইমার-লুকাস পাকেতা। ঘরের মাঠে নেইমারের পাসে পাকেতার গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ আগেই কাতার বিশ্বকাপের টিকিট কাটা হয়ে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

সাউ পাওলোর নিও কুইমিকা অ্যারেনায়  কলম্বিয়ান খেলোয়াড়দের গায়ের জোরের খেলায় প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল। প্রতিপক্ষ খেলোয়াড়দের ধাক্কাধাক্কিতে বিরক্ত নেইমার ম্যাচের শুরুতে রেফারির দিকে তেড়েও গেলেন। পরে তার পাসেই দলকে জয়সূচক গোল এনে দেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার পাকেতা। 

ম্যাচের ৭২ মিনিটে পিএসজি সতীর্থ মার্কিনিওসের কাছ থেকে বল পেয়ে সুযোগটাকে কাজে লাগান নেইমার। তার বাড়ানো বলে কলম্বিয়ার দুই খেলোয়াড়ের মাঝখান থেকে গোল আদায় করেন পাকেতা। 

১২ ম্যাচের ১১টিতেই জয় নিয়ে কনমেবল অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ৩৪ পয়েন্টে সবার ধরাছোঁয়ারও বাইরে সেলেসাওরা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের ব্যবধান ৯। আগামীকাল ভোরে উরুগুয়ের বিপক্ষে জয় পেলে নেইমারদের সঙ্গে মেসিদের পয়েন্ট ব্যবধান কমে হবে ছয়। ব্রাজিলের কাছে হেরে ১৬ পয়েন্টে টেবিলের পাঁচে নেমে গেছে কলম্বিয়া। 

ব্রাজিল জয় পেলেও উয়েফা অঞ্চল থেকে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল। আয়ারল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্পেন। মাল্টাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত