ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদানের নাম শোনেনি এমন ফুটবলপ্রেমী পাওয়া যাবে না বললেই চলে। ফুটবল ইতিহাসের সেরাদের কাতারের সংক্ষিপ্ত তালিকা করলে সেখানেও নিঃসন্দেহে থাকবেন ফরাসি কিংবদন্তি। যদি বলা হয় জিদান ইকবালের নাম?
নামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত হননি এখনো। তবে ইতিমধ্যে ইউরোপে বেশ মাতামাতি হচ্ছে ১৯ বছর বয়সী ইরাকি ফুটবলারকে নিয়ে। আর তার অন্যতম কারণ জিনেদিন জিদানের নামের সঙ্গে মিল থাকার কারণে।
তরুণ এই তারকাকে নিয়ে স্বপ্ন বুনছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ থেকে ওল্ড ট্রাফোর্ডের মূল স্কোয়াডের সদস্য তিনি। অবশ্য এখনো রেড ডেভিলদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়নি। ইউনাইটেডের একাডেমিতে থাকাকালীন খেলেছেন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
আগামী মৌসুম থেকে জিদান হয়ে উঠতে পারেন ওল্ড ট্রাফোর্ডের নতুন কোচ এরিক টেন হাগের মাঝমাঠের অন্যতম অস্ত্র। পল পগবা ইউনাইটেড ছেড়ে ফের যোগ দিয়েছেন জুভেন্টাসে। তাঁর জায়গায় ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে জিদানকে জুটি হিসেবে দেখা যেতে পারে। এমনকি পগবার সঙ্গেও তাঁর তুলনা টানছেন অনেকে।
এর কারণও আছে। গত সপ্তাহে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে লিভারপুল ও মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বেশ নজর কেড়েছেন জিদান। চলতি বছর জাতীয় দলের হয়ে অভিষেকের পর দুই ম্যাচ খেলেছেন। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
এবার পালা ক্লাব ক্যারিয়ারে নিজেকে প্রমাণের। ইউরোপের বুকে মরুর ফুল ফোটাতে পারবেন তো এই তরুণ? ‘জিদান’ নামের মাহাত্ম্যের মান রাখাটাও যে তাঁর গুরুদায়িত্ব!
জিনেদিন জিদানের নাম শোনেনি এমন ফুটবলপ্রেমী পাওয়া যাবে না বললেই চলে। ফুটবল ইতিহাসের সেরাদের কাতারের সংক্ষিপ্ত তালিকা করলে সেখানেও নিঃসন্দেহে থাকবেন ফরাসি কিংবদন্তি। যদি বলা হয় জিদান ইকবালের নাম?
নামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত হননি এখনো। তবে ইতিমধ্যে ইউরোপে বেশ মাতামাতি হচ্ছে ১৯ বছর বয়সী ইরাকি ফুটবলারকে নিয়ে। আর তার অন্যতম কারণ জিনেদিন জিদানের নামের সঙ্গে মিল থাকার কারণে।
তরুণ এই তারকাকে নিয়ে স্বপ্ন বুনছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ থেকে ওল্ড ট্রাফোর্ডের মূল স্কোয়াডের সদস্য তিনি। অবশ্য এখনো রেড ডেভিলদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়নি। ইউনাইটেডের একাডেমিতে থাকাকালীন খেলেছেন ক্লাবটির বয়সভিত্তিক দলে।
আগামী মৌসুম থেকে জিদান হয়ে উঠতে পারেন ওল্ড ট্রাফোর্ডের নতুন কোচ এরিক টেন হাগের মাঝমাঠের অন্যতম অস্ত্র। পল পগবা ইউনাইটেড ছেড়ে ফের যোগ দিয়েছেন জুভেন্টাসে। তাঁর জায়গায় ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে জিদানকে জুটি হিসেবে দেখা যেতে পারে। এমনকি পগবার সঙ্গেও তাঁর তুলনা টানছেন অনেকে।
এর কারণও আছে। গত সপ্তাহে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে লিভারপুল ও মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বেশ নজর কেড়েছেন জিদান। চলতি বছর জাতীয় দলের হয়ে অভিষেকের পর দুই ম্যাচ খেলেছেন। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
এবার পালা ক্লাব ক্যারিয়ারে নিজেকে প্রমাণের। ইউরোপের বুকে মরুর ফুল ফোটাতে পারবেন তো এই তরুণ? ‘জিদান’ নামের মাহাত্ম্যের মান রাখাটাও যে তাঁর গুরুদায়িত্ব!
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৩ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৫ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪১ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগে