Ajker Patrika

রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনা থাকতেন গুদাম ঘরে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২২: ০৭
রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনা থাকতেন গুদাম ঘরে

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত জর্জিনা রদ্রিগেজ। তাঁর গল্পটা দোকান কর্মচারী থেকে কোটিপতি হওয়ার। এবার জানা গেল, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে জর্জিনার থাকার জায়গা কেমন ছিল তাঁর বর্ণনাও।

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কদিনের মধ্যে মুক্তি পাবে জর্জিনার জীবন নিয়ে বানানো একটি ভিডিওচিত্র। যেখানে দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা থেকে রোনালদোর সঙ্গে পরিচয়সহ জীবনের নানা দিক তুলে ধরবেন তিনি। সেই ডকুমেন্টারির একটি জায়গায় রোনালদোর সঙ্গে পরিচয়ের আগে কেমন ঘরে থাকতেন তার বর্ণনাও দিয়েছেন জর্জিনা। 

সামনে আসা ভিডিওচিত্রের সেই অংশে জর্জিনা বলেছেন, রোনালদোর সঙ্গে দেখা হওয়ার আগে মাসিক ২৫০ পাউন্ডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। যেখানে ঘর ঠান্ডা বা গরম করার কোনো ব্যবস্থা ছিল না। যে কারণে শীতের সময় ঠান্ডায় কষ্ট পেতে হতো তাঁকে, আর গরমের সময় হতে হতো সিদ্ধ। 

স্পেনের রাজধানী মাদ্রিদে নিজের শুরুর দিকের অভিজ্ঞতা নিয়ে জর্জিনা বলেন, ‘মাদ্রিদে আমার আগমনের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। আমি ২৫০ পাউন্ডের কাছাকাছি দামের সস্তা ফ্ল্যাটের খোঁজ করছিলাম। পরে একটি বাসায় উঠেছিলাম যেটি ছিল মূলত গুদাম ঘর। শীতের সময় ঘরটি ঠান্ডায় জমে যেত আর গরমের সময় চুলার মতো গরম হয়ে যেত। আমার জীবন বদলে যায় যেদিন রোনালদোর সঙ্গে দেখা হয় সেদিন থেকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত