নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে