নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে জয়ের সমান এক ড্র করেছে ভারত। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর দুঃসংবাদ পেতেও সময় লাগেনি ভারতের। সিরিজের শেষ টেস্টে তারকা ব্যাটার ঋষভ পন্তকে পাচ্ছে না ভারত।
২৭ মিনিট আগেফুটবলের কাছাকাছি হলেও ফুটসাল খেলার নিয়ম ও ধরন ভিন্ন । বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ফুটসালের চর্চা থাকলেও আনুষ্ঠানিক যাত্রা বাফুফে শুরু করল মাত্রই । এ উপলক্ষে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনও করে তারা।
১ ঘণ্টা আগেঅচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে