ক্রীড়া ডেস্ক
গোলের পর উদ্যাপনের সময় দুই হাতে দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকতেন আনহেল দি মারিয়া। তাঁর এই আইকনিক উদ্যাপন আর্জেন্টিনার হয়ে আর খুব বেশি দিন দেখা যাবে না। জাতীয় দলের হয়ে যে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ২০২৪ কোপা আমেরিকা শেষেই আর্জেন্টিনার হয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন দি মারিয়া। অবসর অবশ্য কাতার বিশ্বকাপ শেষেই নেওয়ার কথা ছিল। তবে আলবিসেলেস্তারা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলে সিদ্ধান্তে পরিবর্তন আনেন এই উইঙ্গার।
আর্জেন্টিনার তিন তারকার জার্সিতে আরও কিছুদিন খেলে যেতে চান দি মারিয়া। তবে কত দিন খেলবেন, নির্দিষ্ট করে না জানালেও গতকাল ২০২৪ কোপা আমেরিকার টুর্নামেন্ট শেষেই অবসরে যাবেন এমনটা ইএসপিএন আর্জেন্টিনাকে জানিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও দি মারিয়ার ক্ষেত্রে তা আর থাকল না। তবে দলের আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বাছাইপর্ব খেলবেন তিনি। এই বাছাইপর্ব দিয়েই আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত ১৩৩ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৭টি।
ম্যাচ অনুযায়ী গোলের সংখ্যা কম হলেও দি মারিয়ার নামের পাশের এই ছোট্ট পরিসংখ্যানেই আর্জেন্টিনার ইতিহাস লেখা রয়েছে। অলিম্পিকসহ হিসেব করলে শেষ চার শিরোপায় তাঁর অবদান অনন্য। প্রতিটি ফাইনালে যে গোল রয়েছে দি মারিয়ার। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে তাঁর গোলেই স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। এরপর ২০২১ সালে ২৮ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১–০ ব্যবধানে হারানোর জয়সূচক গোলটি দি মারিয়ার পা থেকে আসে। গত বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেন তিনি। আর তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে তাঁর করা ৩৬ মিনিটের গোল তো ভোলার কথা নয় সমর্থকদের। এসব কীর্তিতেই ভক্ত-সমর্থকদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাই হয়তো গোলের পর উদ্যাপনের সময় দুই হাত দিয়ে হৃদয় বানান তিনি।
গোলের পর উদ্যাপনের সময় দুই হাতে দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকতেন আনহেল দি মারিয়া। তাঁর এই আইকনিক উদ্যাপন আর্জেন্টিনার হয়ে আর খুব বেশি দিন দেখা যাবে না। জাতীয় দলের হয়ে যে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গতকাল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ২০২৪ কোপা আমেরিকা শেষেই আর্জেন্টিনার হয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন দি মারিয়া। অবসর অবশ্য কাতার বিশ্বকাপ শেষেই নেওয়ার কথা ছিল। তবে আলবিসেলেস্তারা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতলে সিদ্ধান্তে পরিবর্তন আনেন এই উইঙ্গার।
আর্জেন্টিনার তিন তারকার জার্সিতে আরও কিছুদিন খেলে যেতে চান দি মারিয়া। তবে কত দিন খেলবেন, নির্দিষ্ট করে না জানালেও গতকাল ২০২৪ কোপা আমেরিকার টুর্নামেন্ট শেষেই অবসরে যাবেন এমনটা ইএসপিএন আর্জেন্টিনাকে জানিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও দি মারিয়ার ক্ষেত্রে তা আর থাকল না। তবে দলের আগামী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বাছাইপর্ব খেলবেন তিনি। এই বাছাইপর্ব দিয়েই আর্জেন্টিনার হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০০৮ সালে প্যারাগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত ১৩৩ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৭টি।
ম্যাচ অনুযায়ী গোলের সংখ্যা কম হলেও দি মারিয়ার নামের পাশের এই ছোট্ট পরিসংখ্যানেই আর্জেন্টিনার ইতিহাস লেখা রয়েছে। অলিম্পিকসহ হিসেব করলে শেষ চার শিরোপায় তাঁর অবদান অনন্য। প্রতিটি ফাইনালে যে গোল রয়েছে দি মারিয়ার। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে তাঁর গোলেই স্বর্ণ জেতে আলবিসেলেস্তারা। এরপর ২০২১ সালে ২৮ বছরের দীর্ঘ খরা কাটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তারা।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১–০ ব্যবধানে হারানোর জয়সূচক গোলটি দি মারিয়ার পা থেকে আসে। গত বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেন তিনি। আর তিন যুগ পর আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে তাঁর করা ৩৬ মিনিটের গোল তো ভোলার কথা নয় সমর্থকদের। এসব কীর্তিতেই ভক্ত-সমর্থকদের হৃদয়ে বেঁচে থাকবেন। তাই হয়তো গোলের পর উদ্যাপনের সময় দুই হাত দিয়ে হৃদয় বানান তিনি।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে