Ajker Patrika

লেভাকে মেসির সঙ্গে তুলনার প্রয়োজন দেখেন না স্কালোনি 

লেভাকে মেসির সঙ্গে তুলনার প্রয়োজন দেখেন না স্কালোনি 

আগামীকাল বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। মেক্সিকোর পর জিততেই হবে এমন সমীকরণে পোলিশদের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা। এই ম্যাচে আর্জেন্টিনার দুশ্চিন্তার নাম হতে পারেন রবার্ট লেভানডফস্কি। সৌদি আরবের বিপক্ষে গত ম্যাচে বিশ্বকাপ গোলের গেরো খুলেছেন এই পোলিশ তারকা। 

স্বাভাবিকভাবে আর্জেন্টিনার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লেভা প্রসঙ্গ উঠল। তবে সেটা যতটা না আর্জেন্টিনার হুমকি হওয়া নিয়ে তার চেয়ে বেশি মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে। লিওনেল স্কালোনি প্রশ্নটা বেশ ভালোভাবেই ডিফেন্স করেছেন। মেসির সঙ্গে লেভার তুলনা নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘রবার্ট লেভানডফস্কি দুর্দান্ত এক খেলোয়াড়। তাকে আমাদের উপভোগ করা উচিত। মেসি কিংবা অন্য কারও সঙ্গে তাকে তুলনার প্রয়োজন নেই।’ 

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার আর্জেন্টিনার সমীকরণ কঠিন করে তুলেছে। মেক্সিকোর বিপক্ষে জয়ে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকলেও আরেকটি 'নকআউট পরীক্ষা' মেসিদের সামনে। পোল্যান্ড ম্যাচের পরিকল্পনা নিয়ে স্কালোনি বলেন, ‘মেক্সিকোর বিপক্ষে শেষ দিকে আমরা পাঁচজনকে নিয়ে রক্ষণ সামলেছি। তবে আমরা স্বাভাবিক ভাবেই ম্যাচ শুরু করেছিলাম। আগামীকালও আমরা স্বাভাবিকভাবেই মাঠে নামব। পোল্যান্ডও শক্তিশালী দল, অনেক দ্রুতগামীর খেলোয়াড় রয়েছে তাঁদের। আমাদের এসবের সঙ্গে মিলিয়ে চলতে হবে। তবে বড় কোনো পরিবর্তন হবে না।’ 

মেক্সিকো ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যদিও শুরুর একাদশে ছিলেন না তিনি। পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে রহস্যে রেখে দিয়েছেন স্কালোনি, ‘সে (এনজো) খেলতেই পারে, দলের অন্য খেলোয়াড়েরাও। আবার পরিবর্তেও নামতে পারে। আমাদের হাতে সুযোগ থাকল, দলের প্রয়োজনে যে কাউকেই যে কোনো মুহূর্তে প্রয়োজন পড়তে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত