Ajker Patrika

বিশ্বকাপে ব্যর্থতার পরও জার্মানির কোচ ফ্লিক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১০: ৫৩
বিশ্বকাপে ব্যর্থতার পরও জার্মানির কোচ ফ্লিক

বিশ্বকাপে ব্যর্থতার পর কোচদের দায়িত্ব ছাড়া, বরখাস্ত করা—এসব খুবই স্বাভাবিক ব্যাপার। এবারের বিশ্বকাপেও বেশ কয়েকজন কোচ দায়িত্ব ছেড়েছেন। এখানেই ব্যতিক্রম হ্যান্সি ফ্লিক। কাতার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরেও দলটির কোচ থাকছেন ফ্লিক। 

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ হবে জার্মানিতে। তখন পর্যন্ত জার্মানির কোচ থাকছেন ফ্লিক। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে ফ্লিকের কোচিং পদে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছে। ডিএফবির সভাপতি বার্নড নুয়েনডর্ফ বলেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করা আমাদের লক্ষ্য ছিল। হ্যান্সি ফ্লিকের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সে এই দলটা নিয়ে ভালোমতো এগোতে পারবে।’ 

কোচ হিসেবে থাকতে পেরে ফ্লিক নিজেও খুব খুশি। কোচিং দলকে ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, ‘কোচিং দল এবং আমি নিজ দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করতে আশাবাদী।’ 

২০২১-এর ১ আগস্ট জার্মানির কোচের দায়িত্ব পান ফ্লিক। তাঁর অধীনে জার্মানরা এখন পর্যন্ত খেলেছে ১৯ ম্যাচ। জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ। জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। এরপর স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে তাদের। জার্মানরা শুধু এবারই না,২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত