বিশ্বকাপে ব্যর্থতার পর কোচদের দায়িত্ব ছাড়া, বরখাস্ত করা—এসব খুবই স্বাভাবিক ব্যাপার। এবারের বিশ্বকাপেও বেশ কয়েকজন কোচ দায়িত্ব ছেড়েছেন। এখানেই ব্যতিক্রম হ্যান্সি ফ্লিক। কাতার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরেও দলটির কোচ থাকছেন ফ্লিক।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ হবে জার্মানিতে। তখন পর্যন্ত জার্মানির কোচ থাকছেন ফ্লিক। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে ফ্লিকের কোচিং পদে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছে। ডিএফবির সভাপতি বার্নড নুয়েনডর্ফ বলেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করা আমাদের লক্ষ্য ছিল। হ্যান্সি ফ্লিকের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সে এই দলটা নিয়ে ভালোমতো এগোতে পারবে।’
কোচ হিসেবে থাকতে পেরে ফ্লিক নিজেও খুব খুশি। কোচিং দলকে ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, ‘কোচিং দল এবং আমি নিজ দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করতে আশাবাদী।’
২০২১-এর ১ আগস্ট জার্মানির কোচের দায়িত্ব পান ফ্লিক। তাঁর অধীনে জার্মানরা এখন পর্যন্ত খেলেছে ১৯ ম্যাচ। জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ। জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। এরপর স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে তাদের। জার্মানরা শুধু এবারই না,২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
বিশ্বকাপে ব্যর্থতার পর কোচদের দায়িত্ব ছাড়া, বরখাস্ত করা—এসব খুবই স্বাভাবিক ব্যাপার। এবারের বিশ্বকাপেও বেশ কয়েকজন কোচ দায়িত্ব ছেড়েছেন। এখানেই ব্যতিক্রম হ্যান্সি ফ্লিক। কাতার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরেও দলটির কোচ থাকছেন ফ্লিক।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ হবে জার্মানিতে। তখন পর্যন্ত জার্মানির কোচ থাকছেন ফ্লিক। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে ফ্লিকের কোচিং পদে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছে। ডিএফবির সভাপতি বার্নড নুয়েনডর্ফ বলেন, ‘টুর্নামেন্টে ভালো কিছু করা আমাদের লক্ষ্য ছিল। হ্যান্সি ফ্লিকের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সে এই দলটা নিয়ে ভালোমতো এগোতে পারবে।’
কোচ হিসেবে থাকতে পেরে ফ্লিক নিজেও খুব খুশি। কোচিং দলকে ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, ‘কোচিং দল এবং আমি নিজ দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করতে আশাবাদী।’
২০২১-এর ১ আগস্ট জার্মানির কোচের দায়িত্ব পান ফ্লিক। তাঁর অধীনে জার্মানরা এখন পর্যন্ত খেলেছে ১৯ ম্যাচ। জিতেছে ১১ ম্যাচ, ড্র করেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ। জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল জার্মানি। এরপর স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৪-২ গোলে হারালেও গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটে তাদের। জার্মানরা শুধু এবারই না,২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
‘অ্যাটাক–সেট–হিট’—বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের এই দর্শন যেন পারভেজ হোসেন ইমনের অনুপ্রেরণার বাতিঘর! শারজার গ্যালারিতে উপস্থিত প্রবাসীদের সামনে সেই দর্শনকেই ব্যাটিংয়ে অনূদিত করলেন জাতীয় দলের এই ওপেনার।
২৯ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় তিন দিন আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। এরই ঘটনার ছাপ দলের একাদশে। আরব আমিরাতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই দুজনকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তরও।
৩ ঘণ্টা আগেঅবশেষে ফুরোলো অপেক্ষা। ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও আজ মাঠে নামেনি তারা। তবে নিজেদের কাজটা সেরে রেখেছিল গতকালই। আজ আবাহনী লিমিটেডের হারে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে সাদা-কালোদের।
৫ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হাজির হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চার সদস্যের অনুসন্ধান দল। এবার তাদের নজরে রয়েছে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাই প্রক্রিয়া এবং বোর্ডের ফিক্সড ডিপোজিট (এফডিআর) ভেঙে অর্থ স্থানান্তরের স্বচ্ছতা।
৬ ঘণ্টা আগে