Ajker Patrika

রোনালদোর যে রেকর্ডকে তাড়া করছেন হালান্ড

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৩: ০২
রোনালদোর যে রেকর্ডকে তাড়া করছেন হালান্ড

ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তিনি গড়ছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন হালান্ড।

২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সিটির জার্সিতে এরই মধ্যে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার হলেন হালান্ড। রোনালদোর একটি রেকর্ডে ভাগও বসিয়েছেন হালান্ড। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

এক মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের কাছাকাছি আছেন হালান্ড। ৪৪ গোল করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর জার্সিতে রেকর্ড গড়েছিলেন ফন নিস্তেলরয়। আর সালাহ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে করেছিলেন ৪৪ গোল। 

এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রিমিয়ার লিগের ফুটবলার: 
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) ; ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০৭-০৮ মৌসুম
৪২ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) ; ২০২২-২৩ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) ; ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) ; ২০১৭-১৮ মৌসুম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত