ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তিনি গড়ছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন হালান্ড।
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সিটির জার্সিতে এরই মধ্যে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার হলেন হালান্ড। রোনালদোর একটি রেকর্ডে ভাগও বসিয়েছেন হালান্ড। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এক মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের কাছাকাছি আছেন হালান্ড। ৪৪ গোল করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর জার্সিতে রেকর্ড গড়েছিলেন ফন নিস্তেলরয়। আর সালাহ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে করেছিলেন ৪৪ গোল।
এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রিমিয়ার লিগের ফুটবলার:
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) ; ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০৭-০৮ মৌসুম
৪২ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) ; ২০২২-২৩ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) ; ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) ; ২০১৭-১৮ মৌসুম
ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তিনি গড়ছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন হালান্ড।
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সিটির জার্সিতে এরই মধ্যে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার হলেন হালান্ড। রোনালদোর একটি রেকর্ডে ভাগও বসিয়েছেন হালান্ড। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এক মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের কাছাকাছি আছেন হালান্ড। ৪৪ গোল করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর জার্সিতে রেকর্ড গড়েছিলেন ফন নিস্তেলরয়। আর সালাহ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে করেছিলেন ৪৪ গোল।
এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রিমিয়ার লিগের ফুটবলার:
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) ; ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০৭-০৮ মৌসুম
৪২ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) ; ২০২২-২৩ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) ; ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) ; ২০১৭-১৮ মৌসুম
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
১ ঘণ্টা আগেট্রাভিস হেড মানেই ভারতের হেডেক (মাথাব্যথা)। গত কয়েক বছর ধরে হেডের কাছেই ভারত গুরুত্বপূর্ণ ম্যাচ খুইয়েছে বেশ কয়েকবার। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের।
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে