ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তিনি গড়ছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন হালান্ড।
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সিটির জার্সিতে এরই মধ্যে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার হলেন হালান্ড। রোনালদোর একটি রেকর্ডে ভাগও বসিয়েছেন হালান্ড। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এক মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের কাছাকাছি আছেন হালান্ড। ৪৪ গোল করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর জার্সিতে রেকর্ড গড়েছিলেন ফন নিস্তেলরয়। আর সালাহ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে করেছিলেন ৪৪ গোল।
এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রিমিয়ার লিগের ফুটবলার:
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) ; ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০৭-০৮ মৌসুম
৪২ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) ; ২০২২-২৩ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) ; ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) ; ২০১৭-১৮ মৌসুম
ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্লিং হালান্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড তিনি গড়ছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো রেকর্ড ভাঙতে যাচ্ছেন হালান্ড।
২০২২-২৩ মৌসুমে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলে ৩৭ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। সিটির জার্সিতে এরই মধ্যে ৬ হ্যাটট্রিক করেছেন এই সেন্টার ফরোয়ার্ড। এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার হলেন হালান্ড। রোনালদোর একটি রেকর্ডে ভাগও বসিয়েছেন হালান্ড। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
এক মৌসুমে প্রিমিয়ার লিগ ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের কাছাকাছি আছেন হালান্ড। ৪৪ গোল করে এই তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও মোহাম্মদ সালাহ। ২০০২-০৩ মৌসুমে ম্যান ইউর জার্সিতে রেকর্ড গড়েছিলেন ফন নিস্তেলরয়। আর সালাহ ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে করেছিলেন ৪৪ গোল।
এক মৌসুমে ৪০-এর বেশি গোল করা প্রিমিয়ার লিগের ফুটবলার:
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) ; ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) ; ২০০৭-০৮ মৌসুম
৪২ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) ; ২০২২-২৩ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) ; ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) ; ২০১৭-১৮ মৌসুম
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
৩ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগে