এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখল চেলসি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে টমাস টুখেলের দল। ব্লুজদের হয়ে গোল করেছেন রুবেন চেক ও ম্যাসন মাউন্ট। আগেই ফাইনাল নিশ্চিত করা লিভারপুলের বিপক্ষে এই ওয়েম্বলিতেই ১৪মে শিরোপার লড়াই।
ফাইনালে টুখেলের সামনে কঠিন পরীক্ষা। কারণ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠা দলটা প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের দৌড়ে আছে। এর আগে কারাবাও কাপে এই চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল। টুখেল অবশ্য এসব নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। হ্যাঁ আমরা কারাবাও কাপে তাদের (লিভারপুল) কাছে হেরেছি। ফাইনালে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই লড়েছিলাম। সবাই দেখেছে শেষ পেনাল্টি আমরা ম্যাচে ছিলাম।’
এবার আর হারতে চান না টুখেল। ঘুড়িয়ে দাঁড়িয়ে এফএ কাপের শিরোপা জেতায় ৪৮ বয়সী এই কোচের লক্ষ্য। টুখেল ম্যাচের পর বলেন, ‘কারাবাও কাপের ফাইনালে ভাগ্য সহায় ছিল না। আমরা হেরেছে। কিন্তু আমরা এবার ঘুরে দাঁড়াতে চাই। আগের বারও আমরা এফএ কাপের ফাইনাল খেলেছিলাম। এবারও ফাইনালে উঠেছি। এটা আমাদের কাছে অবিশ্বাস্য কিছু।’
গত ছয় বছরে এই নিয়ে পাঁচ বার এফ এ কাপের ফাইনালে উঠল চেলসি। ২০২০ এবং ২০২১ সালে আর্সেনাল এবং লেস্টার সিটির বিরুদ্ধে হেরে শিরোপা খুইয়েছিল এই ইংলিশ ক্লাব। এদিকে টুখেল এর আগে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতলেও চেলসির দায়িত্ব নেওয়ার পরে ঘরোয়া এই ট্রফি এখনো জিততে পারেননি। এবার তাই এই জার্মান কোচ কোচের সামনে নতুন চ্যালেঞ্জ।
এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে ওয়েম্বলিতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখল চেলসি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে টমাস টুখেলের দল। ব্লুজদের হয়ে গোল করেছেন রুবেন চেক ও ম্যাসন মাউন্ট। আগেই ফাইনাল নিশ্চিত করা লিভারপুলের বিপক্ষে এই ওয়েম্বলিতেই ১৪মে শিরোপার লড়াই।
ফাইনালে টুখেলের সামনে কঠিন পরীক্ষা। কারণ সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠা দলটা প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের দৌড়ে আছে। এর আগে কারাবাও কাপে এই চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল। টুখেল অবশ্য এসব নিয়ে খুব বেশি ভাবছেন না, ‘আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। হ্যাঁ আমরা কারাবাও কাপে তাদের (লিভারপুল) কাছে হেরেছি। ফাইনালে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই লড়েছিলাম। সবাই দেখেছে শেষ পেনাল্টি আমরা ম্যাচে ছিলাম।’
এবার আর হারতে চান না টুখেল। ঘুড়িয়ে দাঁড়িয়ে এফএ কাপের শিরোপা জেতায় ৪৮ বয়সী এই কোচের লক্ষ্য। টুখেল ম্যাচের পর বলেন, ‘কারাবাও কাপের ফাইনালে ভাগ্য সহায় ছিল না। আমরা হেরেছে। কিন্তু আমরা এবার ঘুরে দাঁড়াতে চাই। আগের বারও আমরা এফএ কাপের ফাইনাল খেলেছিলাম। এবারও ফাইনালে উঠেছি। এটা আমাদের কাছে অবিশ্বাস্য কিছু।’
গত ছয় বছরে এই নিয়ে পাঁচ বার এফ এ কাপের ফাইনালে উঠল চেলসি। ২০২০ এবং ২০২১ সালে আর্সেনাল এবং লেস্টার সিটির বিরুদ্ধে হেরে শিরোপা খুইয়েছিল এই ইংলিশ ক্লাব। এদিকে টুখেল এর আগে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতলেও চেলসির দায়িত্ব নেওয়ার পরে ঘরোয়া এই ট্রফি এখনো জিততে পারেননি। এবার তাই এই জার্মান কোচ কোচের সামনে নতুন চ্যালেঞ্জ।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৪ ঘণ্টা আগে