গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৫ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৩ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে