গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১১ ঘণ্টা আগে