ক্রীড়া ডেস্ক
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে