Ajker Patrika

‘মেক্সিকোকে আমি অসম্মান করিনি’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫: ২৮
‘মেক্সিকোকে আমি অসম্মান করিনি’

লিওনেল মেসির পায়ের সামনে মেক্সিকোর জার্সি পড়ে থাকার ব্যাপারে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন ক্যানেলো আলভারেজ। মেক্সিকোর জার্সি ‘অসম্মানিত’ হওয়ার দাবি করে মেসিকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন এই মেক্সিকান বক্সার। গতকাল এ ব্যাপারে মুখ খুললেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দাবি, মেক্সিকোর জার্সিকে তিনি অসম্মান করেননি।

গত শনিবার মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনার উল্লাসের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়ে ছিল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে পা লেগে যায় মেসির, যা নিয়ে শোরগোল করেছিলেন ক্যানেলো। গতকাল পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মেসি। মেক্সিকোর জার্সি অসম্মানিত হওয়ার ব্যাপারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটা আসলে ভুল বোঝাবুঝি ছিল। আপনারা যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি কাউকে অসম্মান করি না। খেলার পর লকার রুমের অবস্থা এমন হয়। আমি ক্ষমা চাইব না, কারণ আমি মেক্সিকোর জনগণ বা মেক্সিকোর জার্সিকে অপমান করিনি।’

এর আগে অবশ্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন ক্যানেলো। গতকাল মেক্সিকান বক্সার বলেন, ‘গত কিছুদিন আমি আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। অনেক অযৌক্তিক মন্তব্য করেছি। তাই আমি মেসি এবং আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রতিদিনই আমরা অনেক কিছু নতুন করে শিখি। এবার শিখলাম আমি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত