Ajker Patrika

আমিরাতের ক্লাবের জালে ৬ গোল দিয়ে নকআউটে সিটি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬: ৫৪
আল আইনকে ৬-০ গোলে উড়িয়ে ম্যানচেস্টার সিটির উচ্ছ্বাস। ছবি: এএফপি
আল আইনকে ৬-০ গোলে উড়িয়ে ম্যানচেস্টার সিটির উচ্ছ্বাস। ছবি: এএফপি

২০২৫ ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। সেই লক্ষ্য সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে উঠে গেছে নকআউট পর্বে। বাংলাদেশ সময় আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিটিজেনরা।

এবারের ক্লাব বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটি দিয়েছে ৮ গোল। কোনো গোল এখন পর্যন্ত তারা হজম করেনি। যার মধ্যে ১৮ জুন উইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছে সিটি। বাংলাদেশ সময় আজ সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে আমিরাতের আল আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে পেপ গার্দিওলার সিটি।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির ৬ গোলের মধ্যে দুই গোল করেন ইলকায় গুনদোয়ান। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের ৮ মিনিটে কর্নার থেকে শুরু হওয়া আক্রমণের পাস রিসিভ করেন। এক পর্যায়ে গুনদোয়ান চিপ করে আল আইনের গোলরক্ষক খালিদ ইসার মাথার ওপর দিয়ে গোল করেন। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে সিটির দ্বিতীয় গোল করেন ক্লদিও এচেভেরি। আর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধ সিটি শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সিটি করে তিন গোল। যেখানে ৭৩ মিনিটে গুনদোয়ান ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করেন। ৮৪ ও ৮৯ মিনিটে সিটির অপর দুই গোল করেন অস্কার বব ও রায়ান চেরকি। ৬-০ গোলে জিতে সিটি শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাসকে নিয়ে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জুভেন্টাস। অন্যদিকে গ্রুপের অপর দুই দল আল আইন, উইদাদ—দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে গিয়েছে। তাদের বিদায়ঘণ্টাও বেজে গেছে। বৃহস্পতিবার ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিটি-জুভেন্টাস। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত