Ajker Patrika

নিজের দলকেই চিনতে পারছেন না মেসিদের কোচ 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৮
নিজের দলকেই চিনতে পারছেন না মেসিদের কোচ 

২০২৩-এর শুরুটাই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) করল বড় ব্যবধানে হার দিয়ে। গতকাল বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের ম্যাচে লাঁসের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে পিএসজি। বড় ব্যবধানে হারা দলকে বেশ অচেনা লাগছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে। 

লিওনেল মেসি, নেইমার—এ দুই তারকা ফুটবলারকে ছাড়াই গতকাল খেলতে নেমেছিল পিএসজি। তার পরও প্রতিপক্ষ লাঁসের চেয়ে পিএসজিরা বল দখলে রেখেছিল বেশি। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর শট পিএসজি নিয়েছিল ৬টি আর লাঁজ নিয়েছিল ৪টি। ৬টি শটের মধ্যে শুধু একটিতেই গোল করতে পেরেছিল প্যারিসিয়ানরা এবং গোলটি করেছিলেন হুগো একিতিকে। ৮ মিনিটে সমতাসূচক গোলটি করেছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। দলের এমন পারফরম্যান্সে হতাশ গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি আমার দলকে চিনতে পারিনি। আমাদের মধ্যে একতা কম ছিল। আমরা অনেক ফাঁকা জায়গা তৈরি করে দিয়েছি। আমরা অনেক কৌশলগত ভুল করেছি।’ 

চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে পিএসজি। ১৪ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪০। এই দলও খেলেছে ১৭ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত