অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।
এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।
ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।
অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।
এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।
ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৫ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৬ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৯ ঘণ্টা আগে