Ajker Patrika

‘মেসি বার্গারের’ স্বাদ নিচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মৌসুম শেষের বিরতিতে লিওনেল মেসি পরিবারসহ ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। ছুটির ফাঁকেই তিনি স্বাদ নিয়েছেন নিজের নামে বাজারজাত করা ‘মেসি বার্গারের’। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গার খাওয়ার ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

‘মেসি বার্গার’ বাজারজাত করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। বিশ্ববিখ্যাত চেইন রেস্টুরেন্টন্টি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ বার্গারটি বাজারে এনেছে। প্রায় তিন মাস হলো বার্গারটি তৈরি করছে তারা।

তবে মেসি এবারই প্রথম স্বাদ নিজের নামে নামকরণ করা বার্গারের স্বাদ নিয়েছেন। ইনস্টাগ্রামে বার্গার খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’

১১৫০ টাকা খরচ করলেই ‘মেসি বার্গার’ খেতে পারবেন ভোজনরসিকরা। বার্গারটির বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি, বেশ কিছু টপিংস, ক্যাফের তৈরি স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন ও স্লাইসড চোরিজোর সম্বন্বয়ে বানানো হয় এটি। আর বাড়তি কিছু অর্থ খরচ করলে বার্গারের সঙ্গে পাওয়া যাবে আস্ত ডিম ভাজি, যা স্বাদে আনবে ভিন্নতা।

গত বছর নিজেদের সুবর্ণজয়ন্তীতে মেসিকে শুভেচ্ছাদূত করেছিল হার্ড রক ক্যাফে। পিএসজি তারকার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে তাদের ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো আছে। অন্যতম চেইন রেস্টুরেন্টির প্রধান শাখা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৯৭১ সালে যুক্তরাজ্যভিত্তিক রেস্টুরেন্টির যাত্রা শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত