ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষের বিরতিতে লিওনেল মেসি পরিবারসহ ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। ছুটির ফাঁকেই তিনি স্বাদ নিয়েছেন নিজের নামে বাজারজাত করা ‘মেসি বার্গারের’। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গার খাওয়ার ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘মেসি বার্গার’ বাজারজাত করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। বিশ্ববিখ্যাত চেইন রেস্টুরেন্টন্টি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ বার্গারটি বাজারে এনেছে। প্রায় তিন মাস হলো বার্গারটি তৈরি করছে তারা।
তবে মেসি এবারই প্রথম স্বাদ নিজের নামে নামকরণ করা বার্গারের স্বাদ নিয়েছেন। ইনস্টাগ্রামে বার্গার খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’
১১৫০ টাকা খরচ করলেই ‘মেসি বার্গার’ খেতে পারবেন ভোজনরসিকরা। বার্গারটির বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি, বেশ কিছু টপিংস, ক্যাফের তৈরি স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন ও স্লাইসড চোরিজোর সম্বন্বয়ে বানানো হয় এটি। আর বাড়তি কিছু অর্থ খরচ করলে বার্গারের সঙ্গে পাওয়া যাবে আস্ত ডিম ভাজি, যা স্বাদে আনবে ভিন্নতা।
গত বছর নিজেদের সুবর্ণজয়ন্তীতে মেসিকে শুভেচ্ছাদূত করেছিল হার্ড রক ক্যাফে। পিএসজি তারকার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে তাদের ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো আছে। অন্যতম চেইন রেস্টুরেন্টির প্রধান শাখা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৯৭১ সালে যুক্তরাজ্যভিত্তিক রেস্টুরেন্টির যাত্রা শুরু হয়।
মৌসুম শেষের বিরতিতে লিওনেল মেসি পরিবারসহ ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজা দ্বীপে। ছুটির ফাঁকেই তিনি স্বাদ নিয়েছেন নিজের নামে বাজারজাত করা ‘মেসি বার্গারের’। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্গার খাওয়ার ছবিও পোস্ট করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘মেসি বার্গার’ বাজারজাত করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। বিশ্ববিখ্যাত চেইন রেস্টুরেন্টন্টি মেসিকে সম্মান জানিয়ে বিশেষ বার্গারটি বাজারে এনেছে। প্রায় তিন মাস হলো বার্গারটি তৈরি করছে তারা।
তবে মেসি এবারই প্রথম স্বাদ নিজের নামে নামকরণ করা বার্গারের স্বাদ নিয়েছেন। ইনস্টাগ্রামে বার্গার খাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে আর্জেন্টিনা অধিনায়ক লিখেছেন, ‘ইবিজার হার্ড রকে মেসি বার্গারের স্বাদ নিচ্ছি।’
১১৫০ টাকা খরচ করলেই ‘মেসি বার্গার’ খেতে পারবেন ভোজনরসিকরা। বার্গারটির বিশেষত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রইশ বানের মাঝে দুটি বড় সাইজের বিফ প্যাটি, বেশ কিছু টপিংস, ক্যাফের তৈরি স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন ও স্লাইসড চোরিজোর সম্বন্বয়ে বানানো হয় এটি। আর বাড়তি কিছু অর্থ খরচ করলে বার্গারের সঙ্গে পাওয়া যাবে আস্ত ডিম ভাজি, যা স্বাদে আনবে ভিন্নতা।
গত বছর নিজেদের সুবর্ণজয়ন্তীতে মেসিকে শুভেচ্ছাদূত করেছিল হার্ড রক ক্যাফে। পিএসজি তারকার সঙ্গে নতুন করে পাঁচ বছরের চুক্তি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। সারা বিশ্বে তাদের ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো আছে। অন্যতম চেইন রেস্টুরেন্টির প্রধান শাখা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ১৯৭১ সালে যুক্তরাজ্যভিত্তিক রেস্টুরেন্টির যাত্রা শুরু হয়।
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
২১ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
১ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
২ ঘণ্টা আগে