Ajker Patrika

জয়ের ম্যাচে ভক্তেরও মন জিতলেন রোনালদো

আপডেট : ১৯ জুন ২০২৩, ১২: ২৩
জয়ের ম্যাচে ভক্তেরও মন জিতলেন রোনালদো

দুই দিন আগে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের এক ভক্ত। গতকাল তেমনি ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। ভক্তের সঙ্গে দুর্দান্ত মুহূর্তও উপভোগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। 

ম্যাচ চলাকালীন পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে ভক্ত রোনালদোর সঙ্গে কোলাকুলি করেন। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান। আর শেষটা হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই হাত দুই দিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্‌যাপন একসঙ্গে করে। এরই মাঝে একসময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত। 

রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের ম্যাচে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরো বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা। 

পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে বাকিটি করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল বিজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে। ৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ। 

ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। ২১ মিনিটে ওরেল মঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম সমতায় ফেরে রোমেলু লুকাকুর গোলে। ৬১ মিনিটে দলকে পরাজয়ের হাতে থেকে বাঁচান ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া এই স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত