টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।
টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে