লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—এই তিন নামই যথেষ্ট প্রতিপক্ষের মনে ভয় ধরাতে। আক্রমণভাগে যদি তাঁরা একসঙ্গে খেলেন তবে আর কী লাগে! কিন্তু এই ত্রয়ী থাকার পরও আরেকজন নতুন স্ট্রাইকার খুঁজছেন পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজির শক্তি বাড়াতে কঠোর পরিশ্রম করছেন জানান তিনি।
ক্লেরমোঁ ফুটকে উড়িয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। এই ম্যাচে মেসি-নেইমার থাকলেও স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে ও মাউরো ইকার্দি। তাঁদের পরিবর্তে আক্রমণভাগে দেখা যায় পাবলো সারাবিয়াকে। গালতিয়ের জানান, কৌশলগত কারণে ক্লেরমোঁর বিপক্ষে অনুপস্থিত ছিলেন ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্যারিস ছাড়ারও সম্ভাবনা রযেছে।
এমন ইঙ্গিত খোদ গালতিয়েরের। ইকার্দিকে উদ্দেশ্য করে পিএসজি কোচের মন্তব্য, ‘নতুন জায়গায় গেলে ক্যারিয়ারের জন্যই ভালো’। অর্থাৎ, আর্জেন্টাইন তারকা যে গালতিয়েরের পরিকল্পনায় নেই তা বুঝতে কারও বেগ পাওয়ার কথা নয়। এই কারণে ইকার্দির জায়গায় নতুন স্ট্রাইকারের খোঁজে আছেন পিএসজি কোচ।
২০২০ সালে ইন্টার মিলান ছেড়ে প্যারিসে আসেন ইকার্দি। কিন্তু ফরাসি লিগে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। পিএসজির হয়ে ৯২ ম্যাচে মাত্র ৩৮ গোল করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে—এই তিন নামই যথেষ্ট প্রতিপক্ষের মনে ভয় ধরাতে। আক্রমণভাগে যদি তাঁরা একসঙ্গে খেলেন তবে আর কী লাগে! কিন্তু এই ত্রয়ী থাকার পরও আরেকজন নতুন স্ট্রাইকার খুঁজছেন পিএসজির নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। পিএসজির শক্তি বাড়াতে কঠোর পরিশ্রম করছেন জানান তিনি।
ক্লেরমোঁ ফুটকে উড়িয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করেছে পিএসজি। এই ম্যাচে মেসি-নেইমার থাকলেও স্কোয়াডে ছিলেন না এমবাপ্পে ও মাউরো ইকার্দি। তাঁদের পরিবর্তে আক্রমণভাগে দেখা যায় পাবলো সারাবিয়াকে। গালতিয়ের জানান, কৌশলগত কারণে ক্লেরমোঁর বিপক্ষে অনুপস্থিত ছিলেন ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্যারিস ছাড়ারও সম্ভাবনা রযেছে।
এমন ইঙ্গিত খোদ গালতিয়েরের। ইকার্দিকে উদ্দেশ্য করে পিএসজি কোচের মন্তব্য, ‘নতুন জায়গায় গেলে ক্যারিয়ারের জন্যই ভালো’। অর্থাৎ, আর্জেন্টাইন তারকা যে গালতিয়েরের পরিকল্পনায় নেই তা বুঝতে কারও বেগ পাওয়ার কথা নয়। এই কারণে ইকার্দির জায়গায় নতুন স্ট্রাইকারের খোঁজে আছেন পিএসজি কোচ।
২০২০ সালে ইন্টার মিলান ছেড়ে প্যারিসে আসেন ইকার্দি। কিন্তু ফরাসি লিগে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। পিএসজির হয়ে ৯২ ম্যাচে মাত্র ৩৮ গোল করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে